সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খরায় শেষ হয়ে যাচ্ছে আবাদ৷ অসংখ্য কৃষক আত্মহত্যা করছেন৷ তাও কোথাও কোনও সুরাহা মিলছে না৷ উপায়ন্তর না দেখে এবার যন্তরমন্তরের সামনে অর্ধনগ্ন হয়ে ধরনায় বসলেন তামিলনাড়ুর কৃষকরা৷
এর আগে একাধিকবার কৃষকরা বিক্ষোভ দেখিয়েছেন৷ কেন্দ্রের নজর কাড়তে মৃত কৃষকদের করোটি নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা৷ কিন্তু খরার কবল থেকে বাঁচাতে কোনও বিশেষ ব্যবস্থা এখনও তাঁদের কাছে পৌঁছয়নি৷ এই পরিস্থিতিতেই আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে দিল্লি পৌঁছেছেন কিছু কৃষক৷ যন্তরমন্তরের সামনে স্ত্রী-পুরুষ নির্বিশেষে অর্ধনগ্ন হয়ে বসে প্রতিবাদ করলেন তাঁরা৷ যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন৷ তবু ত্রাণ তহবিলের দাবিতে আজও কিছু কৃষক ধরনায় বসলেন৷ তাঁদের সমবেদনা জানিয়েছেন দিল্লিতে বসবাসকারী তামিলরাও৷
কৃষকদের এই প্রতিবাদে পাশে এসে দাঁড়ালেন অভিনেতা প্রকাশ রাজ৷ এর আগেও সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি৷ গ্রাম দত্তক নেওয়া বা কৃষকদের সাহায্য করতে তিনি উদারহস্ত৷ এদিনও সেই ভূমিকায় দেখা গেল তাঁকে৷ জানালেন, এঁদের কান্না শোনার মতো কেউ নেই৷ তাই পাশে এসে দাঁড়িয়েছি৷ পর্দার ভিলেন আরও একবার যেন প্রমাণ করলেন, আসল নায়ক তিনিই৷
The post যন্তরমন্তরে কৃষকদের অর্ধনগ্ন প্রতিবাদ, পাশে দাঁড়ালেন প্রকাশ রাজ appeared first on Sangbad Pratidin.