সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভোরে কর্ণাটকের (Karnataka) কৃষিক্ষেতে ভেঙে পড়ল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গ্যানাইজেশন (DRDO)-এর একটি ড্রোন। পরীক্ষামূলক উড়ানের সময় ইউএভি তাপস (UAV – TAPAS) নামের ওই ড্রোনটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি।
ড্রোন ভেঙে পড়ার পর প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “কর্ণাটকের চিত্রদুর্গা জেলার একটি গ্রামে পরীক্ষামূলক উড়ানের সময় DRDO-র তৈরি একটি ‘তাপস’ নামের ড্রোনটি ভেঙে পড়েছে।” সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এদিন দুর্ঘটনার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ঠিক কোন কারণে ভেঙে পড়ল তাপস, এই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। রবিাবর ড্রোন ভেঙে পড়ার বিষয়টি প্রথম লক্ষ্য করেন স্থানীয় গ্রামবাসীরা। ছবিতে দেখা গিয়েছে, ড্রোন ভেঙে পড়ায় ভিতরে থাকা যন্ত্রপাতিগুলিও চুরমার হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: ‘সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে পরিণতির জন্য তৈরি থাকতে হবে’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের]
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে কর্ণাটকের চিত্রদুর্গা জেলার একটি গ্রামেই ভেঙে পড়েছিল ডিআরডিও-র একটি ড্রোন। ওই ড্রোনটির নাম ছিল ইএভি রুস্তম-২ (UAV Rustom 2)। সেবারও পরীক্ষামূলক উড়ানোর সময়েই ভেঙে পড়েছিল রুস্তম। সেবারও হতাহতের ঘটনা ঘটেনি।বারবার ডিআরডিও-র তৈরি ড্রোন ভেঙে পড়া নিয়ে প্রশ্ন উঠছে।