shono
Advertisement
Agra

বেঙ্গালুরুর পর আগ্রা, স্ত্রীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে আত্মঘাতী IT সংস্থার যুবক!

তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 03:18 PM Feb 28, 2025Updated: 03:53 PM Feb 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর অতুল সুভাষের পর আগ্রার মানব শর্মা! স্ত্রীর বিরুদ্ধে হেনস্তা ও বিবাহবর্হিভূত সম্পর্কের অভিযোগ তুলে 'আত্মঘাতী' হলেন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের বাবা। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবক উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা। এক আইটি সংস্থার কর্মী। আত্মহত্যার আগে একটি ভিডিও করেন মানব। তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, "ছেলেদের জন্য এবার ভাবনা চিন্তা শুরু করা হোক।" যদি আইনে ছেলের সুরক্ষার জন্য পদক্ষেপ না নেওয়া হয় তাহলে প্রত্যেকটি পুরুষ নির্যাতনের শিকার হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। মানব ভিডিওটিতে আরও বলেছেন, "আমার মৃত্যুর পর আমার মা-বাবাকে যেন কেউ স্পর্শ না করেন।" ভিডিও থেকে জানা যায়, মানব একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। তার হাতের কবজিতে কাটার দাগ দেখিয়েছেন তিনি।

তবে মৃতের স্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মানব প্রচুর মদ্যপান করতেন। উলটে একাধিকবার তাঁকে হেনস্তা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। মানবের স্ত্রী বলেন, "ও প্রচুর মদ্যপান করত। কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। আমি বাঁচিয়েছি। আমাকেও মারধর করত। বাড়ির লোককে একথা জানিয়ে ছিলাম। কেউ কথা শোনেনি।"

মানবের বাবা পুলিশে অভিযোগ জানালেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, "আমরা মিলিটারি হাসপাতালের থেকে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর খবর পায়। পরে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। মৃতের মোবাইল ফোন থেকে একটি ভিডিও উদ্ধার হয়েছে। তা থেকে প্রাথমিকভাবে বোঝা গিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলার জেরে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গালুরু অতুল সুভাষের পর আগ্রার মানব শর্মা!
  • স্ত্রীর বিরুদ্ধে হেনস্তা ও বিবাহবর্হিভূত সম্পর্কের অভিযোগ তুলে আত্মহত্য়া করলেন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী।
  • পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের বাবা। তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement