shono
Advertisement

নিরাপত্তা বিধি লঙ্ঘনের জের, কোটি টাকা জরিমানার মুখে এয়ার ইন্ডিয়া

যাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত চালায় DGCA।
Posted: 01:44 PM Jan 24, 2024Updated: 02:15 PM Jan 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছে টাটা গোষ্ঠীর বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India)। এই অভিযোগে ১.১০ কোটি টাকা জরিমানা করল কেন্দ্র। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে ডিজিসিএ (DGCA) এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্তের পরেই বিমান সংস্থার বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

ডিজিসিএ-র বক্তব্য, কিছু কঠিন দূরপাল্লার রুটে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। এর পর বিমান সংস্থার এক কর্মীর সঙ্গে কথা বলার পরেই ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। ডিজিসিএ একটি বিবৃতিতে বলেছে, “এয়ার ইন্ডিয়ার বিমানে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত একটি রিপোর্ট পাওয়ার পর একটি তদন্ত চালানো হয়। তাতেই সামনে আসে নিরাপত্তা সংক্রান্ত গাফিলতির বিষয়টি।”

 

[আরও পড়ুন: অশুচি মিলনে বাড়ছে জরায়ুমুখের ক্যানসার? কীভাবে হবে রক্ষা? জানালেন বিশেষজ্ঞ]

প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করায় এয়ার ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজারকে শোকজ নোটিস পাঠিয়েছিল ডিজিসিএ। নিরাপত্তা বিধি সংক্রান্ত বেশ কিছু অসঙ্গতির ভিত্তিতেই ১ কোটি ১০ লক্ষ জরিমানা করা হয়েছে বিমান সংস্থাকে।

[আরও পড়ুন: সরকারি হাসপাতালে আরও বেশি অস্থি অস্ত্রোপচারের লক্ষ্য, স্বাস্থ্যসাথীর নিয়মে বদল আনছে স্বাস্থ্য দপ্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement