shono
Advertisement
Flight service

যাত্রী নিরাপত্তায় ফের বাড়তি সতর্কতা, মঙ্গলে সাত বিমানবন্দরে বাতিল উড়ান পরিষেবা

সোমবারই বিজ্ঞপ্তি দিয়ে ৩২টি বিমানবন্দর চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে।
Published By: Gopi Krishna SamantaPosted: 09:20 AM May 13, 2025Updated: 09:25 AM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারের জন্য জম্মু, শ্রীনগর-সহ মোট ৭ জায়গায় বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এয়ার ইন্ডিয়ার তরফে জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট বিমানবন্দরের সঙ্গে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। একইভাবে ইন্ডিগোর তরফে জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটে  সমস্ত  বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

Advertisement

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, 'যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং বর্তমান পরিস্থিতি বিচার করে মঙ্গলবার, ১৩ মে বেশ কয়েকটি জায়গা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উপরে আমাদের নজর রয়েছে। পরবর্তী আপডেট জানানো হবে।'

ইন্ডিগোর তরফেও বিমান বাতিল নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে তারা লিখেছে, বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চরম আকার নেয় গত ৭ মে থেকে। আকাশপথে পাকিস্তানের লাগাতার ড্রোন হামলার জেরে যাত্রী নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে গত ৯ মে বিবৃতি জারি করে কেন্দ্র। যেখানে উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী রাজ্যগুলির ৩২টি বিমানবন্দরে ১৪ মে পর্যন্ত অসামরিক বিমান চলাচল নিষিদ্ধ করা হয়। যার মধ্যে ছিল এই সাতটি বিমানবন্দরও।

শনিবার পাকিস্তানের তরফে আসা সংঘর্ষবিরতির প্রস্তাব সমর্থন করে ভারত। ওইদিন বিকেল ৫টা থেকে কার্যকর হয় সংঘর্ষবিরতি। সীমান্তপারে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লড়াই শান্ত হওয়ার পর নির্ধারিত সময়সীমার আগেই সোমবার বিজ্ঞপ্তি দিয়ে ৩২টি বিমানবন্দর চালু করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফে। কিন্তু মঙ্গলবারের জন্য দেশের সাত গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকে সমস্ত উড়ান বাতিল করল দুই এয়ারলাইন সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবারের জন্য জম্মু, শ্রীনগর-সহ মোট ৭ জায়গায় বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।
  • এয়ার ইন্ডিয়ার তরফে জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চন্ডিগড়, এবং রাজকোট বিমানবন্দরের সঙ্গে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে।
  • ইন্ডিগোর তরফে জম্মু, অমৃতসর, চন্ডিগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটে  সকল বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।
Advertisement