shono
Advertisement

Breaking News

ফের শরিকি জটে বিজেপি, এবার বিরোধী সুর অকালি দলের

ডেপুটি চেয়ারম্যান পদে ভোটদানে বিরত থাকবে শিরোমণি অকালি দল। The post ফের শরিকি জটে বিজেপি, এবার বিরোধী সুর অকালি দলের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:01 PM Aug 07, 2018Updated: 01:31 PM Aug 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচন ঘিরে নতুন করে জোট-জটে বিজেপি। এক জোটসঙ্গী জেডি(ইউ)-কে সন্তুষ্ট করতে গিয়ে অন্য আরেক জোট সঙ্গী অকালি দলের ক্ষোভের মুখে পড়ল গেরুয়া শিবির। ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আগামী পরশুর নির্বাচনে এনডিএ প্রার্থীকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাদলরা।

Advertisement

[অনুপ্রবেশ রুখতে গিয়ে শহিদ সেনাকর্তা-সহ ৪ জওয়ান, নিকেশ ২ জঙ্গি]

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদ নিয়ে শাসক, বিরোধী টানাপোড়েনের মধ্যে নতুন সংকট তৈরি হয়েছে এনডিএ-র অন্দরে। আসলে বিজেপির দীর্ঘদিনের জোটসঙ্গী অকালি দলের দাবি ছিল, এই পদটি তাদের দলের সাংসদ নরেশ গুজরালকে দেওয়া হোক। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে খুশি করার লক্ষ্যে এই পদটি এনডিএ শরিক জেডি(ইউ)কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তাতেই খাপ্পা অকালি দল। বিজেপির এই সিদ্ধান্ত ক্ষুব্ধ বাদলরা ডেপুটি চেয়ারম্যানের পদে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের বাড়িতে বৈঠক করেন দলের শীর্ষনেতারা। তারা জানিয়ে দেন, বড় শরিকের এই বঞ্চনার প্রতিবাদে ভোটদান থেকে বিরত থাকছেন। রাজ্যসভায় মোট ৩ জন সদস্য রয়েছে অকালি দলের। এদিকে শিব সেনাও অকালি দলের পথে হেঁটে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

 

[কাগজের টুকরোতেই মিলল পরিচয়, অবৈধ সন্তানকে বৈধতা দিল নাগরিকপঞ্জি]

রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের মতো ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচনে জয় নিয়ে অতটা নিশ্চিন্ত নয় বিজেপি। ২৪৫ আসনের রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানের পদ পাওয়ার জন্য  ১২৩টি আসনের প্রয়োজন। এনডিএ জোটের হাতে আপাতত রয়েছে ৯২ জন সাংসদ। তবে, তামিলনাড়ুর এআইএডিএমকে, কেসিআরের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস বিজেপিকে সমর্থন করবে বলেই আশাবাদী গেরুয়া শিবির। তবে, তাতেও সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারবে না বিজেপি। সেক্ষেত্রে নবীন পট্টনায়েকের বিজু জনতা দলের সমর্থন প্রয়োজন বিজেপির। কিন্তু বিজেডি এখনও কোনও দিকে যাওয়ার ইঙ্গিত দেয়নি। এরই মধ্যে শিব সেনা, অকালি দল দুই সঙ্গীর ভোট না পেলে বেশ বিপাকে পড়ে যেতে পারে বিজেপি।  

The post ফের শরিকি জটে বিজেপি, এবার বিরোধী সুর অকালি দলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement