সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির নগদকাণ্ডে এবার বিচারপতি যশবন্ত বর্মার হয়ে ব্যাটন ধরলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। জানালেন, 'হতে পারে উনি কারও কাছ থেকে এই টাকা ধার নিয়েছেন।' শুধু তাই নয়, এই ঘটনার নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিলেন সপা সাংসদ।

গত সপ্তাহে দোলের ছুটি চলাকালীন আগুন লাগে বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে। যদিও তিনি সেই সময় বাড়িতে ছিলেন না। তাঁর বাড়ির লোকেদের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে হাজির দমকল। আগুন নেভানোর সময়ই তাঁরা বিচারপতির বাড়িতে প্রচুর নগদের হদিশ পান। খবর যায় পুলিশের কাছে। এই বিপুল নগদ কোথা থেকে এল সেই প্রশ্ন করা হলে বিচারপতির পরিবারের কেউই কোনও সদুত্তর দিতে পারেননি। একই ভাবে বিচারপতি যশবন্ত বর্মাও এই বিষয়ে কোনও যথাযথ তথ্য দিতে পারেননি তদন্তকারী আধিকারিকদের। এই টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় দেশে। এই ঘটনায় হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গড়া হয়েছে। এঁরা হলেন তিন রাজ্যের হাই কোর্টের প্রধান বিচারপতি।
তুমুল ডামাডোলের মাঝেই এবার এই ইস্যুতে মুখ খুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, ''ওই বিচারপতির বিরুদ্ধে কোনওভাবেই দুর্নীতির অভিযোগ তোলা যেতে পারে না। হতে পারে উনি কারও কাছ থেকে এই টাকা ধার হিসেবে নিয়েছিলেন ও ওখানে রেখেছিলেন। যে ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, ভালো করে দেখলে দেখতে পাবেন ওখানে একটি গেরুয়া রংয়ের কাপড় দেখা যাচ্ছে।" অখিলেশের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী এই ঘটনায় বিজেপি যোগ রয়েছে! সপা নেতা অবশ্য বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছু না বললেও তাঁর ইশারা সেদিকেই ইঙ্গিত করছে।
একইসঙ্গে অখিলেশ বলেন, ''এতো সামান্য টাকা। আমি আমার জীবনে কয়েকশো কোটি টাকা বাজেয়াপ্ত হতে দেখেছি। তবে এখনও পর্যন্ত জানতে পারিনি সেই টাকা কাদের ছিল?" সপা নেতা আরও বলেন, "সম্প্রতি উত্তরাখণ্ডে বিপুল টাকা বাজেয়াপ্ত হয়। তবে কার টাকা তা জানা যায়নি। আমি বলি কী, সামনে নির্বাচন আসছে এই টাকা বরং আমি-আপনি ভাগ করে নিই।"
একইসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "আপনাদের মনে আছে একবার ২৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার পর সেই টাকা সমাজবাদী পার্টির টাকা বলে দাবি করা হয়েছিল। যদি সেই টাকা আমাদের হয়ে থাকে, তাহলে বিজেপির কাছে আমার দাবি আমাদের টাকা আমাদের ফেরত দেওয়া হোক।"