shono
Advertisement
Maharashtra

ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে প্রতারণা! ২৪ লক্ষ টাকা খোয়ালেন মহারাষ্ট্রের বৃদ্ধ

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 10:20 PM Dec 22, 2025Updated: 10:20 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রায় ২৪ লক্ষ টাকা খোয়ালেন মহারাষ্ট্রর এক বৃদ্ধ। অভিযোগ ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ওই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় অপরাধীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

ডিসেম্বর মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের থানের বাসিন্দা ওই বৃদ্ধের কাছে  হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল আসে। পুলিশ সেজে তাঁকে ফোন করে প্রতারক। জানা গিয়েছে, অপরাধী পুলিশের বেশেই ছিলেন। এরপর সে বৃদ্ধকে ভয় দেখিয়ে বলে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক কিছু লেনদেন হয়েছে। এমনকী অনিয়মেরও কিছু প্রমাণ মিলছে বলে দাবি করে সে। যুবকের কথায় আতঙ্কিত হয়ে পড়েন বৃদ্ধ। অভিযোগ, এরপরই তাঁকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখানো হয়।

পুলিশ সূত্রে খবর, ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে অপরাধী বৃদ্ধকে তদন্তে সহযোগিতা করার কথা বলে। আশ্বাস দেয়, সহযোগিতা করলে তাঁকে গ্রপ্তার করা হবে না। কোনও আইনি জটিলতার মধ্য দিয়েও যেতে হবে। এরপরই ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে দফায় দফায় বৃদ্ধের কাছ থেকে প্রায় ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক। অবশেষে গোটা ষড়যন্ত্র বুঝতে পেরে সর্বস্বান্ত হয়ে বৃদ্ধ পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খুঁজে বের করার জন্য বৃদ্ধের ব্যাঙ্ক লেনদেন, কল রেকর্ড খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রায় ২৪ লক্ষ টাকা খোয়ালেন মহারাষ্ট্রর এক বৃদ্ধ।
  • অভিযোগ ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ওই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় অপরাধীরা।
Advertisement