shono
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশের উন্নয়নে গতি বাড়ানোই উদ্দেশ্য, ২৪ হাজার কোটির অতিরিক্ত বাজেট যোগী সরকারের

শিল্প ও বিদ্যুৎ খাতে বিপুল বরাদ্দ!
Published By: Hemant MaithilPosted: 08:30 PM Dec 22, 2025Updated: 08:30 PM Dec 22, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের উন্নয়নের চাকাকে অব্যাহত রাখতে বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের অতিরিক্ত বাজেট পেশ। সোমবার শীতকালীন অধিবেশনে অর্থমন্ত্রী সুরেশ খান্না মোট ২৪,৪৯৬.৯৮ কোটি টাকার এই বাজেট পেশ করেন। সরকারের মূল লক্ষ্য হল রাজ্যের পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়িত করা।

Advertisement

এবারের মূল বাজেটের পরিমাণ ছিল ৮,০৮,৭৩৬.০৬ কোটি টাকা। নতুন অতিরিক্ত বাজেটটি মূল বরাদ্দের প্রায় ৩.০৩ শতাংশ। এর ফলে চলতি অর্থবর্ষে উত্তরপ্রদেশের মোট বাজেট বরাদ্দের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮,৩৩,২৩৩.০৪ কোটি টাকা। এই নতুন বরাদ্দের মধ্যে ১৮,৩৬৯.৩০ কোটি টাকা রাজস্ব খাতে এবং ৬,১২৭.৬৮ কোটি টাকা মূলধনী ব্যয় হিসেবে ধরা হয়েছে।

রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শিল্প ও বিদ্যুৎ ক্ষেত্রে বড় অংকের টাকা বরাদ্দ করা হয়েছে। শিল্পোন্নয়নে ৪,৮৭৪ কোটি এবং বিদ্যুৎ খাতে ৪,৫২১ কোটি টাকা দেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৩,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া নগরোন্নয়নে ১,৭৫৮.৫৬ কোটি এবং কারিগরি শিক্ষায় ৬৩৯.৯৬ কোটি টাকা রাখা হয়েছে।

পরিবেশবান্ধব শক্তির প্রসারে ইউপিএনইডিএ-কে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। মহিলা ও শিশু কল্যাণে ৫৩৫ কোটি এবং আখ চাষীদের সাহায্যার্থে ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

অর্থমন্ত্রী সুরেশ খান্না জানান, কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী উত্তরপ্রদেশের জিএসডিপি বেড়ে দাঁড়িয়েছে ৩১.১৪ লক্ষ কোটি টাকা। আর্থিক শৃঙ্খলা বজায় রেখে উত্তরপ্রদেশ এখন একটি রাজস্ব-উদ্বৃত্ত রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত জরুরি প্রয়োজন মেটাতেই এই অতিরিক্ত অনুদান আনা হয়েছে বলে তিনি জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের অতিরিক্ত বাজেট পেশ যোগী সরকারের।
  • সোমবার শীতকালীন অধিবেশনে অর্থমন্ত্রী সুরেশ খান্না মোট ২৪,৪৯৬.৯৮ কোটি টাকার এই বাজেট পেশ করেন।
  • রাজ্যের পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়িত করাই সরকারের মূল লক্ষ্য।
Advertisement