সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসা কবলিত মণিপুরে (Manipur) যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী সোমবারই তিনদিনের জন্য উত্তর-পূর্বের রাজ্যে যাওয়ার কথা তাঁর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। রাজ্যবাসীর সঙ্গে কথা বলে সেখানে শান্তি ফেরানোর চেষ্টা করবেন তিনি। প্রসঙ্গত, শান্তি প্রক্রিয়ার মধ্যেই ফের নতুন করে মণিপুরে হিংসা ছড়িয়েছে। প্রাণ গিয়েছে একজনের।
মণিপুরের প্রতিবেশী রাজ্য অসমে রয়েছেন অমিত শাহ। বৃহস্পতিবার গভীর রাতে গুয়াহাটিতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মণিপুরের ১৪ জন বিধায়ক ও স্পিকার। রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানও তিনি। সেই দলে ছিলেন স্পিকার সত্যব্রত এবং রাজ্যের চার মন্ত্রী ও ১০ বিধায়ক। তাঁদের মধ্যে ১০ জন বিজেপির। এছাড়া এনপিপি ও এনপিএফের দু’জন করে বিধায়ক। প্রায় চল্লিশ মিনিট তাঁদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি দলটির কথা মন দিয়ে শোনেন শাহ। তারপর তাঁদের কথা দেন, ২৯ মে, সোমবার তিনি মণিপুরে যাবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।
[আরও পড়ুন: প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল, প্রথম দশে অধিকাংশই CBSE ছাত্রছাত্রী]
মণিপুরে কুকি-মেইতি সম্প্রদায়ের মধ্যে ২১ দিন ধরে চলা হিংসাত্মক সংঘর্ষের মধ্যে সে রাজ্যে তিন দিনের সফরে পৌঁছেছেন সেনাকর্তা লেফ্টেন্যন্ট জেনারেল আরপি কালিতা। প্রথম থেকেই রাজ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালাচ্ছে সেনা। সম্প্রতি বিভিন্ন এলাকার গোষ্ঠীগুলির সঙ্গে শান্তি বৈঠক করেছেন সেনাকর্তারা। একই চেষ্টায় রাজ্য সরকার। বার্তা দেওয়া হচ্ছে, হিংসা কোনও পথ নয়। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। মুখ্যমন্ত্রী এন বিরেন সিং, সেনাকর্তা এবং রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আমলারা দফায় দফায় বৈঠক করছেন। তবে বুধবার থেকে ফের হিংসা বেড়েছে মণিপুরে। এই পরিস্থিতিতে শাহর সফরের দিকে তাকিয়ে সকলে।