shono
Advertisement
Noida

হাত-পা বাঁধা, ঝলসে গিয়েছে মুখ, আবর্জনাস্তূপ থেকে উদ্ধার তরুণীর ব্যাগবন্দি দেহ

ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 06:40 PM Dec 28, 2025Updated: 06:40 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাত-পা বাঁধা। আগুনে ঝলসানো মুখ। আবর্জনাস্তূপ থেকে উদ্ধার হল এক তরুণীর ব্যাগবন্দি দেহ। ঘটনাটি নয়ডার সেক্টর ১৪২ এলাকার। তবে মৃতার পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে একটি আবর্জনাস্তূপের মধ্যে ব্যাগটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুর্গন্ধে ভরে গিয়েছিল চারপাশ। তখনই সন্দেহ হয় তাঁদের। এরপরই তাঁরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকরা। ব্যাগটি খুলতেই হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর দেহটি উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃতার বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তরুণীকে অন্য কোথাও খুন করে তাঁর দেহ ব্যাগে ভরে ওই আবর্জনাস্তূপ ফেলে দেওয়া হয়েছে।

পুলিশ আধিকারিক সন্তোষ কুমার বলেন, “খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছই। ডাকা হয় ফরেনসিক দলকেও। তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই গোটা বিষয়টি স্পষ্ট হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাত-পা বাঁধা। আগুনে ঝলসানো মুখ।
  • আবর্জনাস্তূপ থেকে উদ্ধার হল এক তরুণীর ব্যাগবন্দি দেহ।
  • ঘটনাটি নয়ডার সেক্টর ১৪২ এলাকার।
Advertisement