সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসকে (Congress) ‘দেশদ্রোহী’ বলে তোপ দাগলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Sarma)। তাঁর অভিযোগ, সম্প্রতি শতাব্দী প্রাচীন দলটি তাদের এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছিল। সেই ভিডিওয় ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে, সেখানে উত্তর-পূর্ব ভারত ছিল না। হিমন্তর খোঁচা, কংগ্রেস উত্তর-পূর্ব ভারতকে ‘বিদেশ’ মনে করে।
মোদিকে ব্যাঙ্গ করে তৈরি ওই ভিডিওটির একটি স্ক্রিনশট শেয়ার করে হিমন্ত লিখেছেন, ‘মনে হচ্ছে কংগ্রেস দলটা দেশের উত্তর-পূর্ব অংশটা কোনও প্রতিবেশী দেশকে বেচে দিতে চাইছে। তাই রাহুল বিদেশে যাচ্ছেন? নাকি দল শার্জিল ইমামকে সদস্যপদ দিয়েছে কংগ্রেস?’ প্রসঙ্গত, শার্জিল ইমাম জেএনইউয়ের প্রাক্তন পড়ুয়া, যিনি উত্তর-পূর্ব ভারতকে দেশ থেকে বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছিলেন। তাঁর প্রসঙ্গ টেনেই কংগ্রেসকে তোপ দাগলেন হিমন্ত।
[আরও পড়ুন: হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হাওড়া স্টেশন, লাঠিচার্জ আরপিএফের]
পরে এএনআইয়ের সঙ্গে কথা বলার সময়ও এই প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, দেশের মানুষ যেন কংগ্রেসের এই ধরনের কার্যকলাপ মনে রাখেন। এবং আগামী বছরের লোকসভা নির্বাচনে হাত শিবিরকে যোগ্য জবাব দেন।