সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের মধ্যেই ই সিগারেট খাচ্ছেন সাংসদ! বৃহস্পতিবার এমনই অভিযোগ এনেছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তাঁর অভিযোগ, তৃণমূলের কোনও এক সাংসদ অধিবেশন চলাকালীন ই সিগারেট পান করছিলেন। সেই নিয়ে দেশজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায় অবশ্য স্পষ্ট জানিয়েছেন, যদি কেউ দোষ করে তাহলে স্পিকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিন।
বৃহস্পতিবার লোকসভার প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর (Anurag Thakur) স্পিকার ওম বিড়লাকে উদ্দেশ করে বলেন, "দেশ জুড়ে তো ই-সিগারেট নিষিদ্ধ হয়ে গিয়েছে। আপনি কি সংসদে তার অনুমতি দিয়েছেন?" স্পিকার জানান, তিনি কোনও অনুমতি দেননি। এর পর অনুরাগ আবার বলেন, "কিন্তু তৃণমূলের এক সাংসদ তো খাচ্ছেন। অনেক দিন ধরে খাচ্ছেন। আপনি বিষয়টি যাচাই করে দেখুন।” তবে সেই সাংসদের নাম উল্লেখ করেননি অনুরাগ।
স্পিকার এর পর বলেন, "সংসদের সকল সদস্যের কাছে আমার অনুরোধ, আপনারা সংসদীয় পরম্পরা, নিয়ম মেনে চলুন। এই ধরনের অভিযোগ যদি আগামী দিনে আমার কাছে আসে, আমি পদক্ষেপ করব।” কিন্তু তাতে বিতর্ক চাপা পড়েনি। কারণ, অনুরাগ ছিলেন নাছোড়বান্দা। বার বার তিনি বিষয়টি খতিয়ে করে দেখার জন্য স্পিকারের কাছে আবেদন জানাতে থাকেন। চিৎকার করে বার বার বলেন, "আপনি এখনই যাচাই করে দেখুন।" বিজেপির অন্য সাংসদেরাও এ বিষয়ে সরব হলে লোকসভায় হট্টগোল শুরু হয়ে যায়। প্রতিবাদ আসে তৃণমূল সাংসদের আসন থেকেও। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেন স্পিকার। জানান, এ বিষয়ে যাঁর যা বক্তব্য। এবং অভিযোগ রয়েছে, তা লিখিত আকারে তাঁর কাছে জমা দিতে হবে। তার ভিত্তিতে স্পিকার পদক্ষেপ করবেন। সেই কথা মেনে শুক্রবার স্পিকারের কাছে অভিযোগ দায়ের করেছেন অনুরাগ। সেখানে তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ করলেও তাঁর নাম উল্লেখ করেননি।
পরে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন তৃণমূল সাংসদ সৌগত। তিনি বলেন, "আমি জানি না কে এই কাজ করেছেন। তবে এটা নিয়মবিরুদ্ধ কাজ। যদি কেউ সেটা করে থাকে তাহলে স্পিকার অবশ্যই যথাযথ পদক্ষেপ করবে সংশ্লিষ্ট সাংসদের বিরুদ্ধে।" তবে লোকসভার বাইরে 'মকর দ্বার'-এর সামনে খানিক মজার ছলেই সৌগতর সঙ্গে এই নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, "দাদা, আপনি সিগারেট খাচ্ছেন আর আমাদের স্বাস্থ্যহানি করছেন!" জবাবে সৌগত রায়ের মন্তব্য, "দিল্লির দূষণের যা অবস্থা, আর কতটাই বা আমি ক্ষতি করতে পারি!"
প্রসঙ্গত, সংশ্লিষ্ট সাংসদ যে গত কয়েক দিন ধরেই লোকসভায় ই-সিগারেট খাচ্ছিলেন, তা অনেকেরই চোখে পড়েছে। এমনকী, দলের সতীর্থরা তাঁকে এ নিয়ে একাধিক বার সতর্কও করেছিলেন। নিষেধ করা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি কথা শোনেননি। তৃণমূলের এক প্রবীণ সাংসদের কথায়, "কিছু দিন আগে এক মহিলা সাংসদও ওঁকে নিষেধ করেছিলেন। উনি শোনেননি।" কেউ নাম না করলেও সূত্রের খবর, তৃণমূল সাংসদ কীর্তি আজাদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন অনুরাগ।
