সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদূর আর্জেন্টিনা থেকে উপহার এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের জন্য। বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির সই করা জার্সি পেলেন তাঁরা। স্বাভাবিক ভাবেই এমন উপহার পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী।
সোমবার আর্জেন্টিনার এক কোম্পানির প্রেসিডেন্ট পাবলো গঞ্জালেস মোদির (PM Modi) হাতে মেসির ১০ নম্বর জার্সি তুলে দেন। ভারতের প্রধানমন্ত্রীও তা স্বাদরে গ্রহণ করেন। উল্লেখ্য, ৩৬ বছরের খরা কাটিয়ে গত বছর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় মেসিদের টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। খেলার প্রতি তাঁর ভালবাসা বারবারই প্রকাশ্যে এসেছে। তাই এলএম টেনের জার্সি পেয়ে খুশি প্রধানমন্ত্রী।
[আরও পড়ুন: ২০১৪ টেট দুর্নীতি: অ্যাপ্টিটিউড টেস্ট ছাড়াই শিক্ষক নিয়োগ! পরীক্ষকদের তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]
এদিকে, ভারত সফরে এসেছেন আর্জেন্টিনার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড্যানিয়েল ফিলমাস। তিনিও এনেছেন উপহার। বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) সঙ্গে ছিল বৈঠক। যেখানে পরমাণু বিদ্যুৎ, মহাকাশ বিজ্ঞান, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি-সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানেই ভারতের বিদেশমন্ত্রীকে মেসির জার্সি উপহার দেন ড্যানিয়েল। এরপরই বিদেশমন্ত্রী টুইটারে লেখেন, “আর্জেন্টিনার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড্যানিয়েল ফিলমাসের সঙ্গে বৈঠক করে ভাল লাগল। এই বৈঠকে পরমাণু বিদ্যুৎ, মহাকাশ বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা ও জৈবপ্রযুক্তি বিষয়ক সহযোগিতা নিয়ে নানা কথাবার্তা হয়েছে। এছাড়া বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করেছি।”
তিনযুগের শাপমুক্তি ঘটিয়ে আর্জেন্টিনাকে সাধের বিশ্বকাপ এনে দিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। ফুটবল ঈশ্বরের মহাকাব্যিক পারফরম্যান্সে মোহিত হয়েছিল গোটা বিশ্ব। এমনিতেই দুনিয়াজুড়ে মেসিভক্তের অভাব নেই। বিশ্বজয়ের পর যেন তাই মেসির সঙ্গে স্বপ্নপূরণ হয় কোটি কোটি অনুরাগীরও। এর আগে আর্জেন্টাইন মহাতারকার থেকে সই করা জার্সি পেয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। এবার আর্জেন্টিনা থেকে মোদি ও জয়শংকরের জন্যও এল জার্সি।