সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে বড়সড় জঙ্গি হামলা রুখে দিল ভারতীয় সেনা। অনুপ্রবেশের ছক বানচাল করে নিকেশ করল পাঁচ জঙ্গিকে। সোমবার কাশ্মীরের মাচিল সেক্টরের ঘটনা। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মাচিল সেক্টর থেকে সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। সীমান্তে পাহারারত সেনা জওয়ানদের নজরে পড়ে যায় ওই জঙ্গিরা। এরপরই সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়ে যায়। তাতেই নিকেশ হয় ওই পাঁচ জঙ্গি। ইতিমধ্যে গোটা এলাকায় প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। আরও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার জন্য তল্লাশি চালাচ্ছে সেনা জওয়ানরা।
গত কয়েকদিন ধরেই কাশ্মীর উপত্যকায় বেড়ে গিয়েছে জঙ্গি কার্যকলাপ। প্রায়দিনই সেনা-জঙ্গি গুলির লড়াই খবরের শিরোনামে উঠে আসছে। প্রতিবেশী দেশ পাকিস্তানের মদতেই জঙ্গিদের এই বাড়বাড়ন্ত। কিন্তু নয়াদিল্লি অভিযোগ সত্ত্বেও সেকথায় কান দিতে নারাজ ইসলামাবাদ। এর আগে রবিবার রাত থেকেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীরের পুলওয়ামা। সেনার গুলিতে মারা গিয়েছে এক লস্কর জঙ্গি। পাকিস্তানি ওই জঙ্গি আবু ইসমাইল জঙ্গি গোষ্ঠীর সদস্য, তার নাম উমের। সেনার ৫০ রাষ্ট্রীয় রাইফেলস শাখা ও রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গোপনসূত্রে খবর পেয়ে যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। তখনই সেনা জওয়ানদের উদ্দেশে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। তাতেই মারা পড়ে ওই জঙ্গি।
[নিউটাউনে প্রতারণা চক্র, ধৃতদের জেরা করতে শহরে জার্মান পুলিশ]
চলতি বছরে জম্মু-কাশ্মীরে একশোরও বেশি জঙ্গি নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। এখনও হিট-লিস্টে অনেক নাম রয়েছে। তাদের নিকেশ করার প্রক্রিয়া চলছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর বহু জঙ্গির নামের তালিকা তৈরি করেছে নিরাপত্তাবাহিনী। ইতিমধ্যে সেই তালিকায় থাকা দক্ষিণ কাশ্মীরে ৬ পুলিশকর্মী হত্যার অন্যতম অভিযুক্ত লস্কর কম্যান্ডার বশির লস্করি এবং হিজবুল নেতা সবজার আহমেদ ভাটকে খতম করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, চলতি বছরের প্রথম সাত মাসে ১০২ জন জঙ্গি খতম হয়েছে। বেশিরভাগ এনকাউন্টার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, শোপিয়ান ও অনন্তনাগ জেলায় হয়েছে। এছাড়া উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বান্দিপোরাতেও বেশ কিছু জঙ্গি নিকেশ করা গিয়েছে বলে সেনা সূত্রে খবর।
[মনুয়া কাণ্ডের ছায়া, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুনে ধৃত স্ত্রী-সহ ৩]
The post কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার, মাচিল সেক্টরে নিকেশ পাঁচ জঙ্গি appeared first on Sangbad Pratidin.
