চলতি বছরই রয়েছে অসমে বিধানসভা নির্বাচন। এবারের ভোটে উত্তর পশ্চিমের এই রাজ্যে কংগ্রেসের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ গৌরব গগৈ। এই পরিস্থিতিতে কংগ্রেস সাংসদের ‘পাক-যোগ’ নিয়ে ফের সরব হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হুংকার দিয়ে বলেন, “পাকিস্তানের এজেন্টের কাছে মাথা নত করবে না অসম।”
রবিবার কাজিরাঙা এলিভেটেড করিডোর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিমন্ত। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একহাত নেন গগৈকে। বলেন, “আপনি বিরোধিতা করতে চাইলে চালিয়ে যান। কিন্তু অসম এখন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে। আমরা তা পূরণ করবই। অসমের মানুষ কোনও পাকিস্তানের এজেন্টের কাছে মাথা নত করবে না। কোনও অচেনা বা বহিরাগত শক্তির কাছেও তাঁরা মাথা নত করবে না। আমরা বাটাদ্রবাকে দখলদারদের হাত থেকে মুক্ত করেছি।”
বিজেপি অভিযোগ তুলেছে, গগৈ-এর স্ত্রী এলিজাবেথ কলবোর্নের যোগ রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, কংগ্রেস সাংসদের স্ত্রী এলিজাবেথ পাকিস্তানে দীর্ঘদিন কাজ করেছেন। পাকিস্তানের প্ল্যানিং কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে তিনি ইসলামাবাদে কাজ করেছেন। মার্কিন ধনকুবের জর্জ সোরসের একটি সংস্থার সঙ্গেও নাকি তাঁর যোগ রয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই অসম প্রশাসনের তরফে একটি সিট গঠন করা হয়েছে। সেখানে খতিয়ে দেখা হবে পাক নাগরিক আলি তকির শেখের সঙ্গে গৌরবের স্ত্রীয়ের যোগের বিষয়টি। হিমন্তের অভিযোগ, গৌরব আইএসআইয়ের আমন্ত্রণে পাকিস্তানেও গিয়েছিলেন।
