shono
Advertisement
Assam

অসমের দ্বিতীয় রাজধানী হবে এই শহর, সাধারণতন্ত্র দিবসে বড় ঘোষণা হিমন্তের

আগামী বছরে ব্রহ্মপুত্রের দক্ষিণ পাড়ে অসম বিধানসভার স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু হবে।
Published By: Kishore GhoshPosted: 11:56 PM Jan 26, 2025Updated: 11:58 PM Jan 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসে বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এদিন পূর্ব অসমের ডিব্রগড়ে প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন করেন হিমন্ত। এরপরেই ঘোষণা করেন, অদূর ভবিষ্যতে অসমের দ্বিতীয় রাজধানী হবে ডিব্রুগড়। সেই লক্ষ্যে রবিবার ছিল গুরুত্বপূর্ণ দিন। কারণ এই প্রথমবার রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজিত হল ডিব্রুগড়ে।

Advertisement

এদিন সাধারণতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতা শেষ হিমন্ত জানান, অসম বিধানসভা ভবন তৈরি হবে ডিব্রুগড়ে। ২০২৭ থেকে প্রতি বছর অসমের বিধানসভার একটি অধিবেশন ডিব্রুগড়ে হবে। হিমন্তের কথায়, "আগামী বছরের ২৫ জানুয়ারি থেকে ব্রহ্মপুত্রের দক্ষিণ পাড়ে অসম বিধানসভার স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু হবে। তিন বছরের মধ্যে ডিব্রুগড় ভারতের একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত হবে।" এরপরই অসমের মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, ডিব্রুগড়কে অসমের দ্বিতীয় রাজধানী হিসাবে গড়ে তোলা হবে।

ডিব্রুগড়ের পাশাপাশি তেজপুর এবং শিলচরকেও উন্নত করা হবে বলে জানান হিমন্ত। তিনি বলেন, "আমরা তেজপুরে একটি রাজভবন নির্মাণ করব। এই শহরকে অসমের সাংস্কৃতিক রাজধানী হিসেবে গড়ে তুলব। শিলচরে একটি সচিবালয় এবং মুখ্য সচিবের কার্যালয় থাকবে।" হিমন্তের দাবি, এর ফলে বরাক উপত্যকা এবং গুয়াহাটির মধ্যে ব্যবধান দূর হবে। উল্লেখ্য, গত বছর ডিব্রুগড় শহরে মুখ্যমন্ত্রীর সচিবালয় গড়েছে হিমন্ত প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডিব্রুগড়ের পাশাপাশি তেজপুর এবং শিলচরকেও উন্নত করা হবে বলে জানান হিমন্ত।
  • গত বছরই ডিব্রুগড় শহরে প্রথম মুখ্যমন্ত্রীর সচিবালয় গড়ে হিমন্ত প্রশাসন।
Advertisement