shono
Advertisement

ত্রিপুরা বিধানসভা নির্বাচন: ২২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের

একনজরে দেখে কোন আসনে কে লড়ছেন।
Posted: 09:20 PM Jan 29, 2023Updated: 09:42 PM Jan 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে ২২ আসনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষ বিশ্বাস ও ইন্‌চার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় যৌথভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সোমবারই সবাই মনোনয়ন পত্র জমা দেবেন বলে খবর। একঝলকে দেখে নিন প্রার্থী তালিকা – 

Advertisement

  • বামুটিয়াতে প্রতিদ্বন্দ্বিতা করছেন নীহার রঞ্জন সরকার
  • রামনগরের প্রার্থী পূজন বিশ্বাস
  • মজলিশপুরের প্রার্থী নির্মল মজুমদার
  • কমলাসাগরের প্রার্থী সুতপা ঘোষ
  • বিশালগড়ের প্রার্থী হারাধন দেবনাথ
  • বক্সনগরের প্রার্থী জয়দৌল হাসান
  • সোনামুড়াযর প্রার্থী নীল কমল সাহা
  • ধনপুরের প্রার্থী হাবিল মিঞা
  • তেলিয়ামুড়ার প্রার্থী রুবি চৌধুরী
  • শান্তিরবাজারের প্রার্থী নরেন্দ্র রিয়াং
  • জুলাইবাড়ির প্রার্থী কংজারী মগ
  • অমরপুরের প্রার্থী বিপ্লব সাহা
  • করবুকের প্রার্থী মিলটন চাকমা
  • কমলপুরের প্রার্থী সুমন দে
  • সুরমার প্রার্থী অঞ্জন নমঃ শুদ্র
  • আমবাসার প্রার্থী চন্দন মগ
  • ছামনুরের প্রার্থী রূপায়ণ চাকমা
  • চণ্ডীপুরের প্রার্থী বিদ্যুৎ বিকাশ সিনহা
  • কৈলাশহরের প্রার্থী আবদুল হাসান
  • বাগবাসার প্রার্থী বিমল নাথ
  • পেচারথলের প্রার্থী পূর্ণিতা চাকমা

রবিবার সন্ধ্যেবেলা ত্রিপুরা (Tripura) প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের বাসভবনে এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের দ্বারা ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা (Candidate list) ঘোষণা করা হয়। প্রথম প্রার্থী তালিকায় মোট ২২ জন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

[আরও পড়ুন: পতাকার চেয়েও দীর্ঘ রাহুলের কাটআউট! লালচকে তেরঙ্গা উত্তোলন করেও বিতর্কে কংগ্রেস]

ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিজেপির শাসনের পতনের জন্য সমস্ত শক্তি দিয়ে লড়াই করতে প্রস্তুত। ত্রিপুরায় গণতন্ত্র ফিরিয়ে আনতে ও জনসাধারণের মঙ্গল কামনায় তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে লড়াই চালিয়ে যাচ্ছিলেন এবং আগামী দিনে আরও বৃহত্তরভাবে চালিয়ে যাবে। এদিন কংগ্রেস দলের জলাইবারির প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের হাত ধরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

[আরও পড়ুন: ফের নামবদলের ‘রাজনীতি’ বিজেপির, এবার মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ হল নর্মদাপুরম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement