shono
Advertisement
Jammu Kashmir

কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত অন্তত ৩৩, হু হু করে বাড়ছে হতাহতের সংখ্যা, শোকপ্রকাশ মোদির

সূত্রের খবর, কর্তব্যরত দুই সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 02:21 PM Aug 14, 2025Updated: 05:13 PM Aug 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীর। মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট দুর্যোগ কাশ্মীরের চাসোটিতে। অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে মেঘভাঙা বৃষ্টির জেরে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। উল্লেখ্য, মাছাইল মাতা যাত্রা শুরু হয় এই চাসোটি থেকে। সেখানে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। মর্মান্তিক ঘটনার পরে শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

 

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, কিশ্তওয়ারের ডিসির সঙ্গে তিনি কথা বলেছেন। স্থানীয় বিধায়কের সঙ্গেও কথা বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'চাসোটি এলাকায় বিরাট মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, তার জেরে ক্ষয়ক্ষতি হতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। উদ্ধার করার পরে আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।' সূত্রের খবর, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ সকলকেই উদ্ধারকাজে শামিল হতে নির্দেশ দিয়েছেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল। সূত্রের খবর, কর্তব্যরত দুই সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও দুই। 

কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে বা প্রাকৃতিক বিপর্যয়ে কতজনের মৃত্যু হয়েছে সেই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আপাতত সেদিকটি খতিয়ে দেখছে প্রশাসন। তবে অসমর্থিত সূত্রের খবর, ইতিমধ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি যতখানি গুরুতর, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। চাসোটি এলাকার একাধিক সড়ক নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে বিপর্যয়ের কারণে বাতিল করা হয়েছে এবছরের মাছাইল মাতা যাত্রা।  

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, কিশ্তওয়ারের ডিসির সঙ্গে তিনি কথা বলেছেন।
  • জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ সকলকেই উদ্ধারকাজে শামিল হতে নির্দেশ দিয়েছেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল।
  • কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে বা প্রাকৃতিক বিপর্যয়ে কতজনের মৃত্যু হয়েছে সেই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
Advertisement