shono
Advertisement

‘আজানে প্রশ্ন, সোনু কি রাজ্যসভায় বিজেপি সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন?’

রাজনীতিতে কী যোগ দিচ্ছেন, কী জানালেন সোনু? The post ‘আজানে প্রশ্ন, সোনু কি রাজ্যসভায় বিজেপি সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন?’ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:05 AM Apr 19, 2017Updated: 04:19 PM Oct 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজানের শব্দও একটা সময় মিলিয়ে যায়৷ কিন্তু আজান ঘিরে সোনু নিগমের টুইট বিতর্কের রেশ কিছুতেই কাটছে না৷ এবার এর নেপথ্যে থাকা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুললেন এক নেত্রী৷ তাঁর প্রশ্ন, এতদিন পর সোনু বুঝলেন যে আজানে তাঁর ঘুম ভাঙছে? আসলে কি তিনি বিজেপির হয়ে রাজ্যসভায় সাংসদ হতে চান? তার জবাবও দিলেন গায়ক৷

Advertisement

‘আজান শুনতে দারুণ লাগে’, প্রিয়াঙ্কার ভিডিওয় সোনুকে জবাব নেটিজেনদের ]

মুসলিম না হওয়া সত্ত্বেও কেন আজানের শব্দে ঘুম ভাঙে তাঁর? কেনই বা ধর্মের নামে লাউডস্পিকারের ব্যবহার? এ প্রশ্ন তুলেই বিতর্কে জড়িয়েছেন সোনু৷ অনেকেই তাঁর টুইটকে ইসলাম বিরোধী বলে চিহ্নিত করেছেন৷ তা নিয়ে পাল্টা নানা প্রশ্নও উঠেছে৷ অনেকেই বলেছেন, হিন্দুদের অনুষ্ঠানেও তো রাতভর মাইক বাজে৷ তাহলে তাও কি নিষিদ্ধ হবে? বা এ ধরনের কোনও অনুষ্ঠানে ডাক পেলে সোনু কি প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাখান করবেন? যদিও এ তর্ক-বিতর্কের মধ্যেও নিজের বক্তব্যে অনড় ছিলেন সোনু৷ তাঁর সাফ কথা, ধর্মের নামে মন্দির ও মসজিদে লাউডস্পিকার বাজানো বন্ধ হোক৷ অনেকে এই মন্তব্যের জেরে তাঁকে ক্ষমা চাইতেও বলেছিলেন৷ সোনুর জবাব, মুসলিম বিরোধী কোন কথাটা তিনি বলেছেন তা দেখালে তিনি নিশ্চয়ই ক্ষমা চাইবেন৷ তিনি যে তাঁর বিতর্কিত টুইটে গুরুদ্বারের কথা উল্লেখ করেছিলেন সে কথা কেন ভুলে যাওয়া হচ্ছে, সে প্রশ্নও তুলেছেন সোনু৷

এদিকে এ নিয়েই সোনুকে আক্রমণ করেন ইন্দ্রাণী মিশ্র নামে এক যুবনেত্রী৷ তাঁর টুইটার অ্যাকাউন্ট জানাচ্ছে, তিনি যুব কংগ্রেস নেত্রী৷ তাঁর প্রশ্ন, বিজেপির সাংসদ হওয়ার জন্যই কি এসব করছেন সোনু? উত্তরে গায়ক জানান, তাঁর সে স্বপ্ন নেই৷ সেই সঙ্গে সঠিক ইংরাজি লেখার দিকটিও ধরিয়ে দেন৷ এরপর সোনু মানসিক অস্থিরতা কাটিয়ে সুস্থ হয়ে উঠুন এই বলেই ব্যঙ্গ করেছিলেন নেত্রী৷ জবাবে সোনু কটাক্ষ করে জানিয়েছেন, ব্যাকরণে ভুল এমন ইংরাজি না বলে বরং হিন্দিতে টুইট করাই ভাল৷

কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল মঙ্গলবারই জানিয়েছিলেন, আজানের জন্য লাউডস্পিকারের প্রয়োজন নেই৷ ইসলামে কোথাও সে কথার উল্লেখ নেই৷ তাঁর দাবি ছিল, আজকাল ফোনেও আজান থাকে৷ তার জন্য লাউডস্পিকার ব্যবহার করার কোনও দরকার দেখেননি তিনি৷ যুবনেত্রীর এ টুইটে পাল্টা প্রশ্ন উঠেছে, তাহলে কি বর্ষিয়ান নেতাকেও মানসিক সুস্থিতিহীন বললেন তিনি?

The post ‘আজানে প্রশ্ন, সোনু কি রাজ্যসভায় বিজেপি সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন?’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement