shono
Advertisement
Baba Ramdev

'গাধার দুধে স্নান করতেন ক্লিওপেট্রা', মিশরীয় জৌলুস পেতে রামদেবের আজব দাওয়াই

ভাইরাল হয়ে গিয়েছে রামদেবের গাধার দুধ পান করার ভিডিও।
Published By: Biswadip DeyPosted: 07:36 PM Dec 03, 2024Updated: 07:36 PM Dec 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাধার দুধ পান করলেন যোগগুরু রামদেব। সেই সঙ্গে এই দুধ কতটা উপকারী সরব হলেন তা নিয়েও। অতীতে গাধার দুধের উপকারিতা নিয়ে নানা কথা শোনা যেত। কিন্তু আধুনিক সময়ে গাধার দুধের সেই অর্থে তেমন চাহিদা নেই। এই পরিস্থিতিতে গাধার দুধ দুইয়ে সেই দুধ পান করে উচ্ছ্বাস প্রকাশ করলেন রামদেব।

Advertisement

একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সেখানে রামদেবকে বলতে শোনা গিয়েছে, ''আমি এই প্রথম জীবনে গাধার দুধ দোয়ালাম। উট, গরু, ভেড়া ও ছাগলের দুধ দুইয়েছি আগে। কিন্তু এই দুধ সুপার টনিক। এবং প্রসাধনী হিসেবেও তা ব্যবহৃত হয়।'' পরে গাধার দুধ খেয়ে উচ্ছ্বসিত হয়ে রামদেব বলেন, ''খুবই সুস্বাদু।'' তার পর ফের উট, গরু, ভেড়া ও ছাগলের দুধের সঙ্গে ফের তুলনা করে যোগগুরু দাবি করেন, গাধার দুধ সবদিক থেকেই ব্যতিক্রমী। সেই সঙ্গেই তিনি সকলকে মনে করিয়ে দেন, রানি ক্লিওপেট্রা একসময় গাধার দুধ দিয়ে স্নান করতেন অনন্তযৌবনা হবেন বলে।

এরই পাশাপাশি রামদেবের দাবি, যাঁদের দুধে অ্যালার্জি আছে তাঁরাও গাধার দুধ খেতে পারবেন। দামেও এই দুধ নাকি গরুর দুধের থেকে অনেক বেশি মূল্যবান। ৫ হাজার থেকে ৭ হাজার টাকা প্রতি লিটার দামে বিকোয়।
গাধার দুধের একটা জনপ্রিয়তা ছিল প্রাচীন পৃথিবীতে। গ্রিক চিকিৎসকরা মনে করতেন বিষপ্রয়োগ বা যকৃতের অসুখ, সবাই ভালো করে দিতে পারে গাধার দুধ। কিন্তু আজকের দিনে কী গুরুত্ব গাধার দুধের? এক মার্কিন সংস্থার দাবি, এই দুধ অনেকটাই শিশুকে স্তন্যপানের উপকারিতা দেয়। ফলে কোনও শিশুর গরুর দুধে অ্যালার্জি থাকলে এটা পান করতেই পারে। তাছাড়া চিকিৎসা ক্ষেত্রেও গাধার দুধের গুরুত্ব ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে রামদেবের মুখে শোনা গেল গাধার দুধের প্রশস্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গাধার দুধ পান করলেন যোগগুরু রামদেব।
  • সেই সঙ্গে এই দুধ কতটা উপকারী সরব হলেন তা নিয়েও।
  • আধুনিক সময়ে গাধার দুধের সেই অর্থে তেমন চাহিদা নেই। এই পরিস্থিতিতে গাধার দুধ দুইয়ে সেই দুধ পান করে উচ্ছ্বাস প্রকাশ করলেন রামদেব।
Advertisement