shono
Advertisement
Delhi

কাকভোরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন! হাড়হিম হত্যাকাণ্ড দিল্লিতে

প্রাতঃভ্রমণে যাওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের এক তরুণ সদস্য।
Published By: Biswadip DeyPosted: 11:22 AM Dec 04, 2024Updated: 11:38 AM Dec 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিল্লির তরুণ। বাড়ি ফিরে দেখলেন ঘরের ভিতরে পড়ে রয়েছে বাবা, মা ও বোনের রক্তাক্ত দেহ! এমন এক ঘটনাতে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল রাজধানীর নেব সরাইয়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

ঠিক কী হয়েছিল? এদিন ভোর পাঁচটার সময় প্রাতঃভ্রমণে বেরিয়ে যান ওই পরিবারের তরুণ পুত্রটি। এর পরই বাড়ি ফিরে তিনি দেখতে পান ঘর ভেসে যাচ্ছে রক্তে। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তিনটি দেহ। তাঁর ৫৩ বছরের বাবা, ৪৭ বছরের মা এবং ২৩ বছরের বোনের নিথর দেহ দেখে চিৎকার করে ওঠেন তিনি। শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন প্রতিবেশীরা। এর পর খবর যায় পুলিশে। দ্রুত সেই বাড়িতে আসেন তদন্তকারীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই বাড়ি থেকে কিছু খোয়া যায়নি। তাই ছিনতাই কিংবা চুরির সম্ভাবনা নাকচ করে দিচ্ছেন পুলিশ আধিকারিকরা। সেক্ষেত্রে এই খুনের পিছনে কী মোটিভ রয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে পরিবারের তিনজনকে হারিয়ে মুহ্যমান যুবকটির চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে এক প্রতিবেশী জানিয়েছেন, ''আমরা ওখানে পৌঁছে জানতে ও মর্নিং ওয়াক থেকে ফিরে দেখতে পায় রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছে। পড়ে রয়েছে ওর মা-বাবা-বোনের রক্তস্নাত দেহ। সর্বত্র রক্ত ছড়িয়ে রয়েছে। ছেলেটি বলছিল, আজই ছিল ওর মা-বাবার বিবাহবার্ষিকী। বেরনোর আগে তাঁদের অভিনন্দনও জানিয়েছিল সে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিল্লির তরুণ। বাড়ি ফিরে দেখলেন ঘরের ভিতরে পড়ে রয়েছে বাবা, মা ও বোনের রক্তাক্ত দেহ!
  • এমন এক ঘটনাতে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল রাজধানীর নেব সরাইয়ে।
  • খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
Advertisement