সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির পালম বিহার রেলস্টেশনের কাছে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। ২৫ বছর বয়সি ওই যুবক এইচআইভি আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, নৃশংসভাবে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। এমনকি তাঁর যৌনাঙ্গও কেটে নেওয়া হয়। ভয়াবহ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ নভেম্বর বিকেলে দিল্লি ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনে ফোন করে জানানো হয়, রেল স্টেশনের কাছে এক যুবকের দেহ পড়ে রয়েছে। সেই মতো দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে পুলিশ। মৃতদেহের পাশ থেকে একটি ফোনও পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গত ২৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। এই সংক্রান্ত একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল থানায়। সেই সূত্রে জানা যায়, রাজস্থানের বাসিন্দা ওই যুবক দিল্লিতে একটি ই-কমার্স সেক্টরে চাকরি করতেন। মৃতদেহ পরীক্ষা করে জানা গিয়েছে, প্রচণ্ড আক্রোশে ওই যুবকের মাথায় ইট দিয়ে বারংবার আঘাত করা হয়েছে।
তদন্তে নেমে রেল স্টেশন চত্বরের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে দেখা যায় ২৫ নভেম্বর সন্ধ্যায় রেল ইয়ার্ডের দিকে যেতে দেখা গিয়েছিল যুবককে। তাঁর পিছনে আরও দুই যুবককে যেতে দেখা যায়। সেই মতো সন্দেহভাজন যুবকদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের কোনও যোগ পায়নি পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মৃতের পরিবারের দাবি, গত ২৫ নভেম্বর পরিবারের এক সদস্যের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ওই যুবক। এর পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
এদিকে মৃত যুবকের মোবাইল পরীক্ষা করে জানা যাচ্ছে, তিনি বিবাহিত ছিলেন। তবে অন্য কোনও ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্ভবত ওই যুবক সমকামী ছিলেন। ফলে প্রাথমিকভাবে সম্পর্কের টানাপোড়েনের জেরে এই খুন হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।