সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিশ। অভিযান চালিয়ে জীবন ফৌজি পরিচালিত ‘বব্বর খালসা’ মডিউলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অমৃতসর কমিশনারেটের পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে করজপ্রীত সিং ও গুরলাল সিং ওরফে হরমনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকায় তোলাবাজি করত অভিযুক্ত জীবন। সেই লক্ষ্যেই গ্রেপ্তার হওয়া দু’জনকে একটি করে পিস্তল দিয়েছিল সে। অমৃতসরের একটি আসবাবপত্রের দোকানে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। এমনকী কানাডায় বসবাসকারী ওই দোকান মালিকের এক আত্মীয়ের কাছ থেকে মুক্তিপণ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রের কথা জানতে পারে পুলিশ। এরপরই সেগুলি উদ্ধার করতে যান পুলিশ আধিকারিকরা। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় গুরলাল সিং। পালটা আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশও। এরপর গুরুলালকে গ্রেপ্তার করা হয়। তার পায়ে গুলি লাগার ফলে আপাতত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জঙ্গিদের চক্র বানচালের চেষ্টা চলছে।
এদিকে গত ২০ মে পাঞ্জাব পুলিশ ‘বব্বর খালসা’ জঙ্গি গোষ্ঠীর ৬ সদস্যকে গ্রেপ্তার করে। অভিযুক্তরা একটি মদের দোকানে গ্রেনেড হামলা চালানোর চেষ্টা করেছিল। যদিও তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। জানা গিয়েছে এখনও পর্যন্ত গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিদেশের মাটিতে বসে এই হামলার ছক কষা হয়েছিল।
