সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ চারজন নমিনি রাখা যাবে। প্রত্যেক নমিনি উত্তরাধিকারসূত্রে কত শতাংশ অর্থ পাবেন, সেই হিসাবও করে রাখা যাবে। ব্যাঙ্কিং ল অ্যামেন্ডমেন্ট বিল পাশ হওয়ার পর থেকে এমনই একগুচ্ছ পরিবর্তন আসতে চলেছে ব্যাঙ্ক সংক্রান্ত নিয়মে।
মঙ্গলবার লোকসভায় পাশ হয়েছে ব্যাঙ্কিং ল অ্যামেন্ডমেন্ট বিল। পূর্বতন ৫টি ব্যাঙ্কিং আইন সংশোধন করতে ১৯টি প্রস্তাব আনা হয়েছিল। শীতকালীন অধিবেশনে সেই বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিল পেশ করে তিনি বলেন, গ্রাহকদের ব্যাঙ্ক পরিষেবা আরও উন্নত করে তোলার জন্যই পাঁচটি আইন সংশোধন করা দরকার। বেশ কয়েকটি নিয়মে বড়সড় বদল আসবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে।
আইন সংশোধনীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ব্যাঙ্কের নমিনি নির্ধারণের নিয়ম বদল। এতদিন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লকার- দুই ক্ষেত্রেই একজনকে নমিনি হিসাবে নথিভুক্ত করতে পারতেন অ্যাকাউন্টহোল্ডাররা। কিন্তু এবার থেকে সর্বোচ্চ চারজনকে নমিনি করা যাবে। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে কোন নমিনি কত শতাংশ অর্থ পাবেন, সেটাও আগে থেকে নির্ধারণ করে রাখা যাবে। তবে লকারের নমিনির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়। নমিনি তালিকায় যে ক্রমে নাম রয়েছে, সেইভাবেই লকারে গচ্ছিত বস্তু তুলে দেওয়া হবে উত্তরাধিকারীদের হাতে।
আইন সংশোধন হওয়ার ফলে খানিকটা সুবিধা হবে বেসরকারি সংস্থাগুলোর। এতদিন পর্যন্ত সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা সুদ পেত সংস্থাগুলো। সেই অঙ্কটা বাড়িয়ে ২ কোটি টাকা করা হল। রিজার্ভ ব্যাঙ্ককে মাসিক রিপোর্ট জমা দেওয়ার সময়সীমাও কিছুটা বাড়ানো হয়েছে সংশোধিত আইনে। ব্যাঙ্কিং পরিষেবার উপর নজরদারির জন্য একটি সেন্ট্রাল প্রসেসিং সেন্টার তৈরি করা হবে। লোকসভায় পাশ হলেও এই নতুন নিয়মগুলো কার্যকর হতে বেশ খানিকটা সময় লাগবে।