shono
Advertisement
BBC's 100 most inspiring women

বেওয়ারিশ লাশের সৎকার করে বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় ভারতের পূজা

বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় ভিনেশ ফোগাট-সহ ৩ ভারতীয়।
Published By: Amit Kumar DasPosted: 05:25 PM Dec 04, 2024Updated: 05:31 PM Dec 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ বছর আগে দিল্লির রাস্তায় ভাইকে নৃশংসভাবে খুন করেছিল আততায়ীরা। স্নেহের ভাইয়ের দেহ সৎকারে সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউই। শোক বুকে চেপে একাই দাহ করেছিলেন ভাইকে। লড়াইটা শুরু। এর পর মাত্র ২ বছরে হাজারেরও বেশি অজ্ঞাতপরিচয় মৃতদেহ সম্মানের সঙ্গে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন পূজা শর্মা। ভারতীয় এই মহিলাকেই এবার সম্মান দিল বিবিসি। বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলা তালিকায় উঠে এলেন পূজা।

Advertisement

বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলার তালিকা প্রকাশ করেছে বিবিসি। যেখানে জায়গা করে নিয়েছেন দেশের তিন মহিলা। যার মধ্যে অত্যন্ত পরিচিত মুখ ভারতীয় মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাট। এছাড়া দুই বাকি দুই মহিলা হলেন, পূজা শর্মা ও অরুণা রায়। এই তিন ভারতীয় মহিলার মধ্যে পূজাকে নিয়ে বাড়তি চর্চা শুরু হয়েছে। ১৯৯৬ সালে দিল্লিতে জন্ম ২৮ বছরের পূজার। ভাইয়ের মৃত্যুর পর ২০২২ সালের ১২ মার্চ থেকে বেওয়ারিশ মরদেহ সম্মানের সঙ্গে সৎকারের কাজ শুরু করেন তিনি। 'ব্রাইট দ্য সোল' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তাঁর। যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের দেহ সৎকার করা হয়। সোশাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় তিনি। পূজা এই কাজে নামার পর পুরোহিতদের তরফে তাঁকে প্রবল বাধার মুখেও পড়তে হয়। তবে সহস্র বাধা পেরিয়েও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

পূজার পাশাপাশি তালিকায় রয়েছেন সমাজকর্মী অরুণা রায়। শ্রমজীবী মানুষের স্বার্থে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তিনি। অরুণা ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেনের সভাপতি। পাশাপাশি 'মজদুর কিষান শক্তি' নামের এক সংগঠনের প্রতিষ্ঠাতা। শ্রমিকদের পর্যাপ্ত বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, সরকারি আমলা ছিলেন অরুণা। তবে সেই চাকরি ছেড়ে গ্রামীণ সমাজের উন্নতির লক্ষ্যে কাজ শুরু করেন তিনি।

বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলা তালিকায় তৃতীয় ভারতীয় মহিলা হলেন ভিনেশ ফোগট। চলতি বছর প্যারিস অলিম্পিকে ৫০ কেজির কুস্তি বিভাগে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত ওজনের সমস্যার কারণে বাদ পড়েন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক চরম আকার নিয়েছিল। ভিনেশ হলেন অলিম্পিকে কুস্তি বিভাগে ফাইনালে ওঠা প্রথম ভারতীয় মহিলা। অলিম্পিক থেকে বিদায়ের পর চলতি বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসন থেকে লড়াইয়ে নামেন তিনি। এবং বিধায়ক হিসেবে নির্বাচিত হন। তিন ভারতীয় মহিলার পাশাপাশি তালিকায় রয়েছেন দুই ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও স্নেহা রেবনুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলার তালিকা প্রকাশ করেছে বিবিসি।
  • এই তালিকায় জায়গা পেলেন ভারতের তিন মহিলা।
  • মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাটের পাশাপাশি তালিকায় জায়গা পেয়েছেন, পূজা শর্মা ও অরুণা রায়।
Advertisement