সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের মহানাটকের যবনিকা পতনের মঞ্চেও অজিত পওয়ারকে তাড়া করল পাঁচ বছর আগের আর এক মহানাটক। কাকা শরদ পওয়ারের সঙ্গ ছেঁড়ে ২০১৯ সালেও একবার বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন অজিত। ভোরবেলা ফড়ণবিসের সঙ্গে শপথও নিয়েছিলেন। যদিও ৮০ ঘণ্টার মধ্যেই সেই সরকারের পতন হয়। মজার ছলে সেই স্মৃতি অজিতকে মনে করালেন মহাজুটিতে তাঁরই সতীর্থ একনাথ শিণ্ডে। যদিও সবটাই হয়েছে মজার ছলে।
আসলে বুধবার দুপুরেই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়ে এসেছেন মহাজুটির তিন নেতা। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন দেবেন্দ্র ফড়ণবিস, একনাথ শিণ্ডে এবং অজিত পওয়ার। ওই সাংবাদিক বৈঠকেই শিণ্ডেকে প্রশ্ন করা হয়, আপনি এবং অজিত পওয়ার কি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন? জবাবে শিণ্ডে বলেন, "শপথ তো বৃহস্পতিবার তার আগেই জানতে পারবেন।"
শিণ্ডের উত্তর শুনেই পাশ থেকে ফোঁড়ন কাটেন অজিত পওয়ার। তিনি খানিকটা খোঁচার সুরেই বলেন, "ওনারটা আপনারা পরে জানতে পারবেন। আমি তো নিশ্চিতভাবেই শপথ নিচ্ছি।" সঙ্গে সঙ্গে অজিতের খোঁচার পালটা দিয়ে দেন একনাথ শিণ্ডেও। তিনিও মজার ছলেই বলেন, "দাদার তো অভিজ্ঞতাও আছে সকাল-সন্ধে শপথ নেওয়ার।" সুকৌশলে শিণ্ডে অজিতকে মনে করিয়ে দিলেন সেই ২০১৯ পর্ব। সেই সঙ্গে পুরনো 'ব্যর্থতা' নিয়ে খোঁচাও দেওয়া হল।
আসলে ২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি, শিব সেনা, কংগ্রেস, এনসিপি কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার জায়গায় পৌঁছাতে পারেনি। বিজেপি-শিব সেনা জোট করে লড়লেও পরে মুখ্যমন্ত্রিত্বের গদি নিয়ে দুই শরিকে ঝামেলা শুরু হয়। তার পর রাতারাতি শিব সেনাকে ছাড়াই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়ণবিস, উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপির অজিত পওয়ার। কিন্তু, সেই সরকার স্থায়ী হয়নি। মাত্র ৮০ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন উদ্ধব ও অজিত। পালটা জোট বাঁধে শিব সেনা-কংগ্রেস এবং এনসিপি। নতুন জোটের মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে। সেই প্রথম নয়, এর আগেও পাঁচবার উপমুখ্যমন্ত্রী হয়েছেন অজিত পওয়ার। এখনও মুখ্যমন্ত্রীর কুরসির স্বাদ তিনি পাননি।