shono
Advertisement

কর্মসংস্থানে এগিয়ে বাংলা! ১০০ দিনের কাজে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ

১০০ দিনের প্রকল্পে কর্মসংস্থানের নিরিখে প্রথম তিনে নেই বিজেপিশাসিত কোনও রাজ্য। 
Posted: 02:09 PM Apr 10, 2022Updated: 06:33 PM Apr 10, 2022

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এগিয়ে বাংলা! মনরেগা প্রকল্প (MGNREGA) বা ১০০ দিনের কাজেও মাইলস্টোন ছুঁল বাংলা। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে এ রাজ্যেই। ২০২১-২০২২ অর্থবর্ষে এই প্রকল্পে ১ কোটি ১ লক্ষ মানুষ কাজ পেয়েছে এ রাজ্যে। যা দেশের মধ্যে সর্বোচ্চ। কর্মদিবস তৈরির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে এ রাজ্য।

Advertisement

রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে কেন্দ্রের ওই রিপোর্ট প্রকাশ্যে আনা হয়। সঙ্গে লেখা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে মনরেগা প্রকল্পে কর্মসংস্থানের নিরিখে দেশের মধ্যে একনম্বরে বাংলা। রাজ্য সরকার প্রায় ১ কোটি ১ লক্ষ মানুষকে কাজ দিয়েছে। যা দেখে ওয়াকিবহাল মহল বলছে, কেন্দ্রের শত অসহযোগিতা, নিন্দা সত্ত্বেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ করল বাংলা।

[আরও পড়ুন: হাত থেকে লাঠি ছিনিয়ে পুলিশকেই উদ্দাম মার যুবকের! ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা]

 

২০২০ সালের শুরু থেকেই করোনার গ্রাসে গোটা দেশ। লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ। রুজি-রোজগার হারিয়ে পরিযায়ী শ্রমিকদের কর্মস্থল থেকে হেঁটে বাড়ি ফেরার মর্মান্তিক ছবি দেখেছে গোটা দেশ। নিজের ঘরে ফেরার পর সংসার চালানো নিয়ে চিন্তিত ছিলেন তাঁরা। এই চিন্তায় বহু মানুষ আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন। 

এমন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের (Migrant Labourer) পাশে দাঁড়াতে এগিয়ে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। নবান্নের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়, পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে হবে। ১০০ দিনের কাজ প্রকল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রাজ্যের এই পদক্ষেপের প্রশংসা করেছিল অর্থনীতিবিদরা। এবার স্বীকৃতি মিলল কেন্দ্রের তরফেও।

[আরও পড়ুন: ইমরানের বিদায়ে কতটা লাভবান ভারত? কাশ্মীরে ফিরবে শান্তি?]

কেন্দ্রের রিপোর্টে দেখা যাচ্ছে, মনরেগা প্রকল্পে কর্মসংস্থানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস শাসিত রাজস্থান (১ কোটি ৮৭ হাজার বেশি), রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ (৭৭ লক্ষ ৪৭ লক্ষের বেশি)। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement