shono
Advertisement

ফিরিয়ে আনা হবে লক্ষাধিক পরিযায়ী শ্রমিককে, ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর

বিহারে ফিরে ৩ সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে পরিযায়ী শ্রমিকদের। The post ফিরিয়ে আনা হবে লক্ষাধিক পরিযায়ী শ্রমিককে, ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 12:41 PM May 02, 2020Updated: 06:36 AM May 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি। প্রায় ১০ লক্ষ পরিযায়ী শ্রমিককে বিহারে নিজেদের বাড়িতে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে বিহার সরকার। তবে ভিন রাজ্য থেকে ফিরিয়ে আনার পর তাঁদের কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ বৃদ্ধি করার কথাও জানায় সরকার। শুক্রবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে এই ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Advertisement

শুক্রবার ছয় ঘণ্টার বৈঠক করে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের (Migrant Labour) ফিরিয়ে আনার কথা ঘোষণা করেন। এমকি তাঁদের ফিরিয়ে এনে যে কোয়ারেন্টাইনে সেন্টারে রাখা হবে সেখানের সমস্ত নিয়ম কানুনও তাঁদের শেখানো হবে বলে জানান। তবে কোয়ারেন্টাইন সেন্টারে শ্রমিকদের থাকার মেয়াদ ১৪ দিন থেকে বাড়িয়ে তা ২১ দিন করা হবে বলে ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, মুখ্য সচিব দীপক কুমার ও পুলিশের ডিজি গুপ্তেশ্বর পান্ডেকে জানান, “কেন্দ্রের গাইডলাইন মেনে পরিযায়ী শ্রমিরকদের ফিরিয়ে আনার পূর্বে রাজ্যের প্রতিটি কোয়ারেন্টাইন সেন্টারগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। সেখানের খাবারের ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, পরিচ্ছন্নতার প্রতি দৃষ্টি দিতে হবে। যেহেতু আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা যথেষ্ট বেশি তাই তাঁদের জন্য প্রয়োজনে সেন্টারের সংখ্যা বাড়াতে হতে পারে।” লকডাউনের আবহে বিহারের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই ভিন রাজ্য আটকে থাকা পরিযায়ী শ্রমিক, পড়ুয়া ও মানুষদের বাড়ি ফিরিয়ে আনার বিষয়ে অনীহা প্রকাশ করেছিলেন। তবে প্রতিটি রাজ্য থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অনুরোধ করায় ও সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের মুখ্যমন্ত্রীকে নিজের রাজ্যের মানুষদের ফিরিয়ে আনার নির্দেশ দেন। তারপরই নড়েচড়ে বসেন নীতিশ কুমার। পরে ভিন রাজ্যে আটকে থাকা পড়ুয়া, শ্রমিক, ও অন্যান্যদের ফিরিয়ে আনতে কেন্দ্রকে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ করা হয় বিহারের তরফ থেকে।

[আরও পড়ুন:অন্তসত্ত্বা অবস্থায় করোনার থাবা, সদ্যোজাত কোলে হাসিমুখে বাড়ি ফিরলেন যুদ্ধজয়ী]

একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় জেডিইউ প্রধান বলেন, “শ্রমিকদের ট্রেনে করে ফিরিয়ে আনার পর স্টেশনেই একাধিক গাড়ির ব্যবস্থা করা হবে যাতে সেগুলি দ্রুত তাঁদের স্টেশন থেকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যেতে পারে। কোয়ারেন্টাইনে থাকাকালীনই পরিযায়ী শ্রমিকদের কিছু বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে লকডাউন খুলে গেলে তাঁদের কাছে কাজের পরিধি বৃদ্ধি পায়।” একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে তাতে করেই পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, ভিন রাজ্যে আটকে থাকা পর্যটকদের ফিরিয়ে আনা হবে রাজ্যে। কবে ও কোথা থেকে সেই ট্রেন ছাড়বে প্রস্তুতি শেষে সরকারের তরফে থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

[আরও পড়ুন:CRPF ডেরায় প্রকট হচ্ছে করোনা আতঙ্ক, মারণ ভাইরাসে আক্রান্ত ১২৭ জওয়ান]

The post ফিরিয়ে আনা হবে লক্ষাধিক পরিযায়ী শ্রমিককে, ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement