সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একটি অমানবিক ঘটনার সাক্ষী থাকল বিহারের মুজফফরনগর জেলার বিষ্ণুপুর। যেখানে নিজের থুতুই মাটিতে ফেলে চাটতে বাধ্য করা হল রাম দুলারি দেবী নামে বছর আটত্রিশের এক মহিলাকে। আর এই অমানবিক কাজ করতে তাঁকে বাধ্য করল খোদ গ্রামের পঞ্চায়েতের সদস্যরা। ইতিমধ্যে হেনস্তার জন্য গ্রামের পঞ্চায়েত সদস্যদের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা এবং তাঁর স্বামী। এদিকে, মহিলার থুতু চাটার ভিডিওটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে কারণে এই ঘটনায় ছড়িয়েছে আরও চাঞ্চল্য। সমালোচনার মুখে ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।
[আপনিও দেবসেনার ভক্ত? তাহলে এই ৫ তথ্য আপনাকে চমকে দেবে]
কিন্তু কেন একজন মহিলাকে দিয়ে জোর করে এরকম কাজ করানো হল? আক্রান্ত মহিলা জানিয়েছেন, অরুণ সিং নামে এক ব্যক্তিকে তিনি বিষ্ণুপুরের নয়া বাজার এলাকায় ব্যবসার জন্য একটি ঘর ভাড়া দিয়েছিলেন। ভাড়া বাবদ প্রতি মাসে ২৫০০ টাকা দেওয়ার কথা ছিল অরুণের। কিন্তু গত কয়েকমাসে ভাড়ার পুরো টাকা দেয়নি সে। বদলে ২০০০ টাকা করে দিয়ে এসেছে। এরপরই ওই ঘরটি অরুণকে ছেড়ে দিতে বলেন রাম দুলারি দেবী এবং তাঁর স্বামী রাম বচ্চন সাহানি। কিন্তু ঘর ছাড়তে অস্বীকার করে ওই ব্যক্তি। এরপরই তাঁরা পঞ্চায়েতে অভিযোগ জানান। কিন্তু গত রবিবার সালিশি সভায় উপস্থিত হলে পঞ্চায়েত সদস্যদের সামনে রাম বচ্চন এবং দুলারি দেবীকে মেরে ফেলার হুমকি দেয় অরুণ সিং। পঞ্চায়েত সদস্যরাও তাকে সমর্থন জানায়। এরপরই অরুণের সপক্ষে তাঁরা রায় দিলে সেটা মানতে চাননি আক্রান্ত মহিলা। জোর করে থুতু চাটতে বাধ্য করে পঞ্চায়েতের সালিশি সভায় উপস্থিত মাতব্বররা। নিজের অভিযোগে এমনটাই জানিয়েছেন ওই মহিলা।
এরপরই রাম দুলারি দেবী এবং তাঁর স্বামী পানাপুর পুলিশ ফাঁড়িতে নিজেদের অভিযোগ জানান। অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মানতে অস্বীকার করেছেন। অপর অভিযুক্ত অরুণ সিং বাড়ি ভাড়া নিয়ে ঝামেলার কথা স্বীকার করে নিলেও দুলারি দেবীর অভিযোগ মানতে চায়নি।
[বাহান্নর মিলিন্দের প্রেমিকা আঠেরোর অঙ্কিতা, নেটদুনিয়া ছাইল রসিকতায়]
The post সালিশি সভার নিদান, নিজেরই থুতু চাটতে বাধ্য হলেন মহিলা appeared first on Sangbad Pratidin.