shono
Advertisement
Bihar Woman Death

'সন্তানের মাথার ব্যামোর জন্য দায়ী প্রতিবেশীই', বিহারে ডাইনি অপবাদে মহিলাকে পিটিয়ে খুন!

নবাদা জেলার ঘটনা।
Published By: Saurav NandiPosted: 01:42 PM Jan 09, 2026Updated: 02:11 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে সন্তান। মাথার ব্যামোও দেখা দিয়েছে! এ সবের জন্য প্রতিবেশী মহিলাকে দায়ী করে, তাঁকে ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিহারে (Bihar Woman Death)।

Advertisement

নবাদা জেলার ঘটনা। নিহতের নাম কিরণ দেবী। তাঁর পরিবার জানিয়েছে, পাশের বাড়ির এক শিশু অসুস্থ হয়ে পড়ায় তার বাবা-মায়ের সন্দেহ হয়েছিল, কিরণই 'তুকতাক' করেছেন! এর পরেই দলবল নিয়ে এসে কিরণকে প্রচণ্ড মারধর করা হয়। ইট, পাথর, লোহার রড দিয়ে পেটানো হয় কিরণকে। প্রতিবেশীদের হামলায় জখম হন কিরণের দুই ননদও। এই ঘটনার পর সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় কিরণ। তাঁর দুই ননদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

কিরণের ননদ রেখা দেবী জানান, প্রতিবেশী মুকেশ চৌধরির ছোট্ট ছেলে অসুস্থ হয়ে পড়েছিল কিছু দিন আগে। তাকে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অসুখ সারেনি। এ সবের জন্য কিরণকেই দায়ী করে হামলা চালায় মুকেশের পরিবার। রাজৌলি থানার পুলিশ আধিকারিক রঞ্জিত কুমার জানান, অনেক দিন ধরেই সমস্যা চলছিল দুই পরিবারের মধ্যে। অতীতে ঝগড়াও হয়েছিল। তার থেকেই এই ঘটনা। দু'পক্ষের সব মিলিয়ে চার-পাঁচ জন জখম হয়েছেন। তিন জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের। ঘটনাস্থলে ফরেনসিক দল গিয়ে নমুনা সংগ্রহ করেছে। মৃতার দেহের ময়নাতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে সন্তান। মাথার ব্যামোও দেখা দিয়েছে!
  • এ সবের জন্য প্রতিবেশী মহিলাকে দায়ী করে, তাঁকে ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিহারে।
  • নবাদা জেলার ঘটনা। নিহতের নাম কিরণ দেবী।
Advertisement