shono
Advertisement

ছুটে আসছে ট্রেন, ২ সন্তানকে বুকে আগলে বাঁচালেন মা, ভিডিও দেখলে শিউরে উঠবেন!

সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল। আরও একবার যেন তা প্রমাণিত।
Posted: 06:32 PM Dec 24, 2023Updated: 07:34 PM Dec 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল। নিজের জীবন বাজি রেখেও সন্তানকে আগলে রাখেন মা। সেই প্রমাণই ফের মিলল। প্রাণের ঝুঁকি নিয়ে সন্তানদের ঢাল হয়ে উঠলেন মা! আর তাতেই দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনও আঁচড় কাটতে পারল না খুদেদের শরীরে।

Advertisement

শনিবার ঘটনাটি ঘটে বিহারের বারহা রেল স্টেশনে। ঘটনাটির ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই শিউরে উঠছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মের ঠিক নিচে রেললাইনের ঠিক ধারে বসে পড়েছেন এক মহিলা। দুই সন্তানকে বুক দিয়ে আগলে ধরে রেখেছেন তিনি। ঠিক সেই সময়ই ছুটে আগে একটি ট্রেন। মহিলার প্রায় চুল স্পর্শ করে তা চলে যায়। একঝলকে দেখলে মনে হবে হয়তো মহিলার পিঠের উপর দিয়েই চলে যাচ্ছে ট্রেনের চাকা। কিন্তু ট্রেনটি বেরিয়ে যাওয়ার পর দেখা যায়, কোনওক্রমে রক্ষা পেয়েছেন তিনি। ট্রেনটি বেরিয়ে যেতেই রেললাইনে নেমে পড়েন রেল কর্মী এবং প্রত্যক্ষদর্শীরা। ওই মহিলা এবং তাঁর দুই সন্তানকে নিরাপদে প্ল্যাটফর্মে নিয়ে আসেন।

[আরও পড়ুন: গীতাপাঠের সপক্ষে বলতে গিয়ে বিবেকানন্দকে ‘অপমান’ সুকান্তর, পালটা জবাব তৃণমূলের]

জানা গিয়েছে, বেগুসরাইয়ের বাসিন্দা ওই মহিলা তাঁর দুই সন্তানকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছিলেন। বিক্রমশিলা এক্সপ্রেসের টিকিট ছিল তাঁর কাছে। দূরপাল্লার এই ট্রেনটি ভাগলপুর থেকে দিল্লি যায়। সেই ট্রেনে বারহা স্টেশন থেকে উঠতে গিয়েই ঘটে বিপত্তি। প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়ে ট্রেনে ওঠার আগেই রেললাইনে পড়ে যান তিনি। কোলে ছিল দুই সন্তান। কিন্তু সেখান থেকে ওঠার আর সময় পাননি। তার আগেই ঢুকে পড়ে ট্রেন। বুদ্ধি করে দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে নিচু হয়ে বসে থাকেন তিনি। আর তাতেই প্রাণে বাঁচেন তিনি ও তাঁর বাচ্চারা। ভিডিওটি দেখে রীতিমতো শিউরে উঠছেন নেটিজেনরা।

ভিডিও সৌজন্যে NDTV:

[আরও পড়ুন: দেশে চোখ রাঙাচ্ছে করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট! টিকা লাগবে কি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement