shono
Advertisement

মোদির প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস

কেন জানেন? The post মোদির প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM Apr 26, 2017Updated: 09:47 AM Apr 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বচ্ছতা, সাফাই অভিযান ও পরিষ্কার শৌচাগার নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিশ্বের ধনীতম ব্যবসায়ী বিল গেটস৷ এবার সেই বিল গেটসের মুখেই শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা৷ প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের প্রশংসায় পঞ্চমুখ মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস৷

Advertisement

বিল গেটস একটি ভিডিও-য় বলছেন, “বর্জ্য নিষ্কাশনের লড়াইয়ে ভারত জয়ী৷ আজ নয়, তিন বছর আগে থেকে জনস্বাস্থ্য নিয়ে এমন দৃঢ় পদক্ষেপ করতে আমি কোনও নির্বাচিত জনপ্রতিনিধিকে দেখিনি৷” ব্লগে গেটস আরও বলেছেন, “কত সহজে, কী সাহসিকতার সঙ্গে জনসমক্ষে এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলেন মোদি৷” ২০১৪-র স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ শুনেই এই প্রতিক্রিয়া গেটসের৷

তাঁর ভাষণে মোদি বলেছিলেন, “একুশ শতকেও বাড়ির মহিলাদের শৌচের জন্য খোলা আকাশের নিচে যেতে হলে, তার চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না৷” মোদি তাঁর ভাষণে এও বলেছিলেন, “অন্ধকারের জন্য গ্রামের মহিলাদের অপেক্ষা করতে হয়৷ আলোয় তাঁরা বাইরে গিয়ে শৌচকর্ম করতে পারেন না বলে! ভাবুন তো, কী অসহ্য যন্ত্রণা চেপে রাখতে হয়৷ আমাদের মা-বোনেদের জন্য পরিষ্কার, পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা করতে পারি না?

গেটসও আন্তর্জাতিক স্তরে এই সমস্যা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন৷ উন্নয়নশীল দেশের মহিলাদের স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছেন তিনি৷ গেটস বলছেন,  সুষ্ঠু পরিকল্পনার অভাবে প্রতি বছর ভারতের ১০৬ বিলিয়ন ডলারের ক্ষতি হয়৷ স্বাস্থ্য সংক্রান্ত কারণে, রোগভোগে মারা যান বহু মানুষ৷ এমনকী, বহু কিশোরীই স্রেফ শৌচাগারের জন্য স্কুলছুট হয়৷ তাই প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন গেটস৷ ২০১৪-য় স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন মোদি৷ একটি পরিসংখ্যান বলছে, স্বচ্ছ ভারত অভিযানের আগে ৪২ শতাংশ ভারতীয় সাফসুতরো শৌচাগার ব্যবহার করেতেন৷ এই অভিযানের পর ৬৩ শতাংশ ব্যবহার করেন৷ ২০১৯-এর মধ্যে মোদি সরকার প্রত্যেক ভারতীয়র জন্য শৌচাগার নির্মাণের আশ্বাস দিয়েছে৷

দেখুন ভিডিও:

The post মোদির প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement