সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য মার্কিন অনুদান বন্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন, এত অনুদান দেওয়ার প্রয়োজন কী ছিল? মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যকে হাতিয়ার করে ফের কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, মোদিকে হারানোর জন্য বিদেশি অনুদান নিয়েছিল কংগ্রেস।
এক অনুষ্ঠানে গিয়ে ট্রাম্প বলেন, ভারতের নির্বাচনে কারচুপি করার চেষ্টা করেছিল জো বাইডেনের প্রশাসন! প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট নাকি চাননি চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরুন নরেন্দ্র মোদি। নমোকে হঠাতেই অনুদানের নামে নাকি ওই টাকা ঢেলেছিল বাইডেন সরকার। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “কী প্রয়োজন ছিল ভারতীয় ভোটারদের উৎসাহ দিতে ২১ মিলিয়ন ডলার খরচ করার? আমার সন্দেহ বাইডেন প্রশাসন ভারতের লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছিল। তারা হয়তো চেয়েছিল অন্য কেউ ভোটে জিতুক। এই বিষয়টি আমরা ভারত সরকারকেও জানাব।”
ট্রাম্পের মন্তব্যকে হাতিয়ার করে বিজেপির তোপ, ২০২৪ লোকসভা নির্বাচনে মোদিকে ক্ষমতাচ্যুত করতে বিদেশি অনুদান নিয়েছিল কংগ্রেস। গেরুয়া শিবিরের তুলে ধরা পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ইউপিএ জমানায় ২০৪.২৮ মিলিয়ন ডলার পেয়েছে সরকার। আর এনজিওগুলির কাছে গিয়েছে ২১১৪.৯৬ মিলিয়ন ডলার। কিন্তু ২০১৪ থেকে এনডিএ সরকারের আমলে সেই ছবিটা পালটেছে। সরকারের প্রাপ্ত অনুদান কমে দাঁড়িয়েছে ১ মিলিয়ন ডলার। কিন্তু এনজিওর প্রাপ্ত অনুদান ২৫৭৯.৭৩ ডলার। তার মধ্যে ৪৭ মিলিয়ন ডলার গিয়েছে জর্জ সোরসের সংস্থার কাছে, যাদের তৈরি বিজেপিবিরোধী রিপোর্টকে একাধিকবার হাতিয়ার করে সরব হয়েছে কংগ্রেস।
যদিও ট্রাম্পের দাবিকে নস্যাৎ করেছে হাত শিবির। দলের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশের দাবি, USAID নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক ভারত সরকার। কারণ ১৯৬১ সালের ৩ নভেম্বর প্রতিষ্ঠিত হয় USAID। তারপর থেকে সরকার এবং বেসরকারি সংস্থাগুলি কত অনুদান পেয়েছে, পুরো সময়ের বিস্তারিত তথ্য দিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হোক।
