সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ বিল পাশ করানোর পর এবার খ্রিস্টানদের জমি দখলের পথে হাঁটছে আরএসএস! বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এবার কংগ্রেস সাংসদকে পালটা দিল গেরুয়া শিবির। কেরল বিজেপির প্রেসিডেন্ট রাজীব চন্দ্রশেখরের তোপ, কর্নাটকে কংগ্রেস নেতারা জমি কেড়ে নেয়। ওয়াকফও এতদিন তাই করত।
সম্প্রতি সংসদের দুই কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। তারপরেই এক্স হ্যান্ডেলে সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরেছেন রাহুল গান্ধী। যেখানে আরএসএসের মুখপত্রের তরফে ক্যাথলিক চার্চের অধীনে থাকা জমি সংক্রান্ত বিশদ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘দেশজুড়ে ভারতের ক্যাথলিক চার্চের অধীনে রয়েছে ৭ কোটি হেক্টর অর্থাৎ ১৭.২৯ কোটি একর জমি। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা।’ এই প্রতিবেদন তুলে ধরে এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘আমি আগেই জানিয়েছিলাম ওয়াকফ বিল সরাসরি দেশের মুসলিমদের উপর আঘাত হানছে। এবং ভবিষ্যতে অন্য ধর্মীয় সম্প্রদায়গুলিকে নিশানায় নেওয়ার পথ পরিষ্কার করছে। মুসলিমদের পর এবার আরএসএস খ্রিস্টানদের দিকে নজর দিয়েছে।’
এক্স হ্যান্ডেলে পোস্ট করার পরের দিনই রাহুলকে তুলোধোনা করেছে গেরুয়া শিবির। নিজের এক্স হ্যান্ডেলে রাজীব লেখেন, 'সংবিধান এবং ভারতের বিরোধী রাহুল গান্ধীকে আমি একটা কথা বলতে চাই, নিজের স্বার্থে রাজনীতি করার আগে সংবিধানটা ভালো করে পড়ুন। জমির মালিকানা থাকাটা কোনও অপরাধ নয়। রেল, সেনা-সকলের কাছেই প্রচুর জমি রয়েছে। কিন্তু কর্নাটকের কংগ্রেস নেতারা এবং ওয়াকফ বোর্ড যেভাবে জমি হাতিয়ে নেয়, সেটা ভুল। মানুষকে মিথ্যে বলা, ভুল বোঝানো, যারা ভোট দিয়েছে তাদের বঞ্চিত করা-এগুলোও ভুল। কিন্তু রাহুল গান্ধী আর কংগ্রেস এটাই করে।' রাহুলের মন্তব্যে একমত হয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁকেও একহাত নিয়েছেন রাজীব। জোটসঙ্গীকে তুষ্ট করতে ঝাঁপিয়ে পড়েছেন বিজয়ন, এমন বাক্যবাণ ছুড়েছেন রাজীব।