সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উকিলের কালো পোশাক পরে আসেননি। বোতাম খোলা শার্ট পরেই এজলাসে উপস্থিত হয়েছিলেন। এভাবে পোশাক পরে কোর্টরুমে আসার অভিযোগে এক আইনজীবীকে ছয় মাসের কারাদণ্ড দিল এলাহাবাদ হাই কোর্ট। পাশাপাশি জরিমানাও করা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, ২০২১ সালে অভিযুক্ত আইনজীবী অশোক পাণ্ডে আদালতের নির্দিষ্ট পোশাক ছাড়াই এজলাসে হাজির হয়েছিলেন। এমনকী যে জামাটি পরে এসেছিলেন তারও বেশ কয়েকটি বোতাম খোলা ছিল। নির্দিষ্ট পোশাক না পরে এসে নিয়মভঙ্গ করায় তখনই অশোককে আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারকরা। কিন্তু পালটা তাঁদের ‘গুন্ডা’ বলে অভিহিত করেন অভিযুক্ত আইনজীবী। যা নিয়ে বিবাদ আরও বাড়ে। তখনই অশোকের বিরুদ্ধে স্বতপ্রণোদিত ভাবে অবমাননার মামলা করে আদালত।
গত বৃহস্পতিবার এলাহাবাদ হাই কোর্টে বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি বিআর সিংয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সমস্ত ঘটনা বিবেচনা করার কোর্ট নির্দেশ দেয়, আদালত অবমাননার দায়ে অশোককে ছ'মাসের কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে। পাশাপাশি জরিমানা হিসাবে দু'হাজার টাকা দিতে হবে। শুধু তাই নয়, আগামী চার সপ্তাহের মধ্যে অশোককে প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। যদি তিনি সময় মতো জরিমানা জমা না দেন, তাহলে তাঁর আরও এক মাসের কারাদণ্ড হবে। এর আগেও অশোকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। ২০১৭ সালে দু'বছরের জন্য তাঁর আদালত প্রাঙ্গণে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই রেকর্ডের কথা মাথায় রেখে অশোককে সাজা দেওয়া হয়।
