সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামতে চলেছে বিজেপি! এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। পাশাপাশি নির্বাচনকে মাথায় রেখে শীঘ্রই বৈঠকে বসতে চলেছে গেরুয়া শিবিরের নির্বাচন কমিটি। এরপরই প্রকাশ করা হবে গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, ২০২৫-এর দিল্লি বিধানসভা নির্বাচনে এবার দুই জোট শরিককে সঙ্গে নিয়ে লড়াইয়ে নামবে গেরুয়া শিবির। এনডিএর লোক জনশক্তি পার্টি ও জনতা দল ইউনাইটেডকে কিছু আসন ছেড়ে বাকি আসনে প্রার্থী দেবে বিজেপি। গত ১৮ ডিসেম্বর ২১ জন সদস্য নিয়ে দিল্লির নির্বাচন কমিটি গঠন করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। সেই দলে রয়েছেন মনোজ তিওয়ারি, বাঁসুরি স্বরাজ, অরবিন্দর সিং লাভলি, বীরেন্দ্র সচদেবে সহ আরও অনেকে। শোনা যাচ্ছে, শীঘ্রই এই কমিটি বৈঠকে বসতে চলেছে। তার পরই প্রকাশ করা হবে প্রার্থী তালিকা।
তবে এই নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ প্রকাশ্যে আনার মতো ঝুঁকি এখনই নিতে রাজি নয় গেরুয়া শিবির। এ বিষয়ে রাজনৈতিক মহলের অভিমত, রাজধানীর মতো জায়গায় সেভাবে জোরালো মুখ বিজেপিতে নেই। গতবার মনোজ তিওয়ারিকে সামনে রেখে লড়াইয়ে নামলেও সেই নির্বাচনে আপের কাছে চূড়ান্ত ব্যর্থ হতে হয়েছিল বিজেপিকে। এই অবস্থায় দিল্লিতে সেভাবে দাপুটে মুখ না থাকায় হুট করে কাউকে সামনে আনলে দলের অন্দরে বিভাজন তৈরির সম্ভাবনা রয়েছে। যা নির্বাচনের আগে চাপ বাড়াতে পারে দলের অন্দরে। তাছাড়া মুখ্যমন্ত্রী মুখ ছাড়া লড়াইয়ে নামলে সরাসরি নরেন্দ্র মোদির মুখ ব্যবহার করে প্রচার চালাতে পারবে বিজেপি। একইসঙ্গে সদ্য শেষ হওয়া মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই বিরাট সাফল্য পেয়েছে গেরুয়া শিবির। ফলে দিল্লিতেও সেই সূত্রে অঙ্ক কষতে চাইছে তারা। যদিও রাজধানীর মতো জায়গায় মুখ্যমন্ত্রী মুখ ছাড়া এই লড়াইয়ে বিজেপিকে কতখানি সাফল্য এনে দেবে তা নিয়ে যথেষ্ট সন্ধিহান ওয়াকিবহাল মহল।
অন্যদিকে প্রার্থী ঘোষণার তালিকায় বিজেপি পিছিয়ে থাকলেও গুরুত্বপূর্ণ আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে আপ ও কংগ্রেস। নয়াদিল্লি আসনে এবার প্রার্থী হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতকে এবার প্রার্থী করা হয়েছে কেজরির বিরুদ্ধে। এই অবস্থায় কিছুটা সময়ও নিতে চাইছে বিজেপি। কারণ আপ ছেড়ে বহু নেতা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। আপে থেকে টিকিট না পাওয়া অনেক নেতা এখনও যোগ দিতে পারে বলে মনে করছে গেরুয়া শিবির। এদের টিকিটও দেওয়া হতে পারে। তাই সময় দিল্লিতে মেপে খেলতে চান মোদি-শাহরা।