সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী ঝাড়খণ্ডে জনজাতিদের মন পেতে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। রবিবার ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে শাহ প্রতিশ্রুতি দিলেন, ক্ষমতায় এলেই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে, যদিও এর বাইরে রাখা হবে জনজাতিদের।
ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে জনজাতি ভোট একটা বড় বিষয়। ইতিমধ্যে সেই লক্ষ্যে আসরে নেমেছে আঞ্চলিক তথা শাসক দল জেএমএম। অপরপক্ষে এদিন রাঁচির জনসভায় অমিত শাহ বলেন, ক্ষমতায় এলে "ঝাড়খণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে বিজেপি। কিন্তু আমি আশ্বস্ত করছি, জনজাতিদের এর বাইরে রাখা হবে।" অমিত শাহ আর বলেন, "জেএমএম সরকার মিথ্যা প্রচার করছে যে ইউসিসি এলে জনজাতিদের অধিকার ক্ষুণ্ণ হবে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"
এছাড়াও ঝাড়খণ্ডে ৫ লক্ষ যুবকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও কটাক্ষ করে শাহ বলেন, ঝাড়খণ্ড সরকারের প্রশ্রয়েই অনুপ্রবেশ বন্ধ হয়নি রাজ্যে। উল্লেখ্য, আগামী ১৩ এবং ২০ নভেম্বর ঝাড়খণ্ডের ৮১টি আসনে দুই দফায় বিধানসভা ভোট হবে। ভোটের ফলাফল জানা যাবে ২৩ নভেম্বর।