shono
Advertisement

Breaking News

BJP

গত লোকসভায় কংগ্রেসের চার গুণ খরচ, আয়-ব্যয়ের বহরে মোদি-শাহদের ধারেকাছে নেই কেউ

গত লোকসভা নির্বাচনের আগে বিজেপির তহবিলে জমা পড়া অনুদানের অঙ্ক এক লাফে ৮৭ শতাংশ বেড়ে গিয়েছিল!
Published By: Kishore GhoshPosted: 08:05 PM Jan 20, 2026Updated: 08:10 PM Jan 20, 2026

গত লোকসভা নির্বাচনের আগে বিজেপির তহবিলে জমা পড়া অনুদানের অঙ্ক এক লাফে ৮৭ শতাংশ বেড়ে গিয়েছিল! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের তরফেই এই হিসাব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে। সেই অর্থের 'সদব্য়বহার' করেছে গেরুয়া শিবির। ২০২৪-২৫ অর্থবর্ষে শুধু নির্বাচন আর ভোটপ্রচারে বিজেপি খরচ করেছে ৩৩৫৬ কোটি টাকা! অর্থাৎ, পাঁচ বছরে ভোটে ব্যয় বেড়েছে প্রায় আড়াই গুণ। কারণ এর আগে ২০১৯-২০ অর্থবর্ষে এই খাতে ১,৩৫২ কোটি টাকা ব্যয় করেছিল দলটি। একই খাতে কংগ্রেসের ব্যয় কত কোটি টাকা?

Advertisement

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখান জানানো হয়েছে, চলতি সপ্তাহে রাজনৈতিক দলগুলির খরচের যে পরিসংখ্যান নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে কমিশন, তাতে বলা হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে নির্বাচন এবং প্রচার খাতে বিজেপি ১,৭৫৪ কোটি টাকা খরচ করেছে। একই অর্থবর্ষে কংগ্রেসের এই সংক্রান্ত খরচের পরিমাণ ছিল ৬১৯.৬৭ কোটি টাকা। আর গত লোকসভা ভোটে (২০২৪-২৫ অর্থবর্ষ) বিজেপি ৩৩৫৬ কোটি টাকা ব্যয় করেছে, ধারেকাছে নেই কংগ্রেস। তাদের নির্বাচনী খরচ ৮৯৬.২২ কোটি টাকা। 

পাঁচ বছরে বিজেপির ভোটে ব্যয় বেড়েছে প্রায় আড়াই গুণ।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবর্ষে লোকসভা নির্বাচন ছাড়াও আটটি (রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে) বিধানসভা নির্বাচন ছিল। এর জন্য বিজেপির মোট খরচ হয় ৩,৭৭৪.৫৮ কোটি টাকা। শুধু বিজ্ঞাপন এবং প্রচারের জন্যই খরচ করা হয়েছে ২,২৫৭.০৫ কোটি টাকা। ব্যয়ের মতোই শাসক দলের আয়ও বাড়ছে লাফিয়ে। ২০২৪-২৫ অর্থবর্ষে স্বেচ্ছাদান, ব্যাঙ্কের সুদ, দলের চাঁদা... সব মিলিয়ে আয়ের পরিমাণ ৬,৭৬৯.১৪ কোটি টাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement