একক বৃহত্তম দল। ২২৭ আসনের মধ্যে ৮৯ আসনে জয়। তবু মুম্বইয়ে প্রথমবার নিজেদের মেয়র বসানো নিয়ে নিশ্চিন্ত হতে পারছে না গেরুয়া শিবির। কারণ শরিক শিণ্ডে সেনার 'বেমক্কা' দাবি। উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের দল আড়াই বছরের জন্য মুম্বইয়ের মেয়র পদ নিজেদের হাতে চাইছে। তাও আবার প্রথম আড়াই বছর। এমনকী, বিজেপি সেই প্রস্তাব না মানলে যে তিনি অন্য রাস্তা দেখতে পারেন সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন।
বৃহন্মুম্বই পুরসভার ভোটে শিণ্ডেসেনার ফল আশানুরূপ না হলেও, এক রকম ভাবে ‘কিংমেকার’ হওয়ার জায়গায় রয়েছেন উপমুখ্যমন্ত্রী শিণ্ডে। কারণ, ২২৭ আসনের মুম্বই পুরসভায় কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শিণ্ডের জোটসঙ্গী বিজেপি জিতেছে ৮৯ আসনে। আর শিণ্ডেসেনা জিতেছে ২৯ আসনে। অর্থাৎ, তাদের ‘মহাজুটি’ ম্যাজিক সংখ্যা ছাড়িয়ে ১১৮ আসনে জিতেছে। অন্য দিকে, উদ্ধবেসেনা, রাজ ঠাকরের দল এমএনএস এবং শরদ পাওয়ারের এনসিপি একজোট হয়ে লড়েছে। তাদের ঝুলিতে সব মিলিয়ে গিয়েছে ৭২ আসন। কংগ্রেস আলাদা লড়েছে। তারা জিতেছে ২৪ ওয়ার্ডে। আর আসাদুদ্দিন ওয়েইসির মিম, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেয়েছে যথাক্রমে আট এবং দু’টি আসন। অর্থাৎ, সব বিরোধী এক ছাতার তলায় এলে মোট আসন সংখ্যা হবে ১০৬।
বিজেপির সমস্যা হল শিণ্ডে সেনার সমর্থন না পেলে তাঁদের পক্ষে বোর্ড গঠন সম্ভব নয়। সেই পরিস্থিতিরই ফায়দা তুলতে চাইছেন একনাথ শিণ্ডে। তাঁর যুক্তি, রাজ্যের সরকার গঠনের ক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন। কিন্তু মুম্বইয়ে আড়াই বছরের জন্য হলেও তাঁকে কুরসি ছাড়তে হবে। এমনিতেই বিজেপি যেভাবে ধীরে ধীরে শিব সেনাকে 'গ্রাস' করে নিচ্ছে তা নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠছে। তাই মুম্বইয়ের মেয়র পদ পেতে তাঁরা মরিয়া। কোনওভাবেই বিজেপিকে প্রথম আড়াই বছর ক্ষমতা ছাড়তে নারাজ তারা। তবে ভাঙনের আশঙ্কাও রয়েছে শিণ্ডে সেনার। দলের কর্পোরেটরা যাতে বিজেপির ছোঁয়াচ না পান সেটা নিশ্চিত করতে ফাইভ স্টার হোটেলে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে।
এসবের মধ্যে আবার তাল ঠুকছেন উদ্ধব ঠাকরেও। তিনি গতকাল বলে দিয়েছেন, "বিজেপি প্রতারণা করে বৃহন্মুম্বই পুরসভা জেতার চেষ্টা করছে। দল ভাঙিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে। ভুললে হবে না যাদের একবার ভাঙানো গিয়েছে, তাঁদের ফের ভাঙানো যায়।" উদ্ধবের কথাতে জল্পনা, তিনি কি বিএমসিতে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত দিচ্ছেন? শিণ্ডে সেনার কর্পোরেটরদের ভাঙানোর চেষ্টায় উদ্ধব? নাকি খোদ শিণ্ডের সঙ্গেই যোগাযোগ করছেন তিনি? বিজেপি কি শিণ্ডেকে আদৌ রাজি করাতে পারবেন মেয়র পদ ছাড়া নিয়ে? প্রশ্ন অনেক। উত্তর যা-ই হোক, একটা জিনিস স্পষ্ট, বড় জয়ের পরও মুম্বইয়ে বিজেপির মেয়র হওয়া নিয়ে সংশয় থেকে যাচ্ছে।
