shono
Advertisement

Breaking News

Ahmedabad

এক যোগে আহমেদাবাদের ১০টি স্কুলে বোমাতঙ্ক! ‘প্রতিশোধ নেব…’, হুমকি ইমেলে

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 08:52 PM Dec 17, 2025Updated: 09:07 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক যোগে আহমেদাবাদের ১০টি স্কুলে বোমাতঙ্ক। বুধবার সকালে হুমকি ইমেল পাওয়ার পর তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় স্কুলগুলি। গোটা ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

এদিন সকালে আহমেদাবাদের ১০টি স্কুলে একটি হুমকি ইমেল পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘আমরা প্রতিশোধ নেব। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুলগুলি। মৃত্যু হবে বহু পড়ুয়ার।’ এরপরই আতঙ্ক ছড়ায় স্কুলগুলিতে। নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় স্কুলগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াড। শুরু হয় চিরুনি তল্লাশি। কিন্তু কে বা কারা এই হুমকিবার্তা পাঠাল, তা এখনও স্পষ্ট নয়। ইমেলে যে নাম রয়েছে, সেটিও ভুয়ো বলে মনে করছেন তদন্তকারীরা। তবে পুলিশ সূত্রে খবর, দীর্ঘক্ষণ তল্লাশির পরও স্কুলগুলিতে সন্দেহজনক কোনও বস্তু উদ্ধার হয়নি। যদিও এই হুমকিবার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

এল এল চাভদা নামে এক পুলিশ আধিকারিক বলেন, "ইমেল মারফত স্কুলগুলিত হুমকিবার্তা পাঠানো হয়েছিল। তড়িঘড়ি পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত চলছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক যোগে আহমেদাবাদের ১০টি স্কুলে বোমাতঙ্ক।
  • বুধবার সকালে হুমকি ইমেল পাওয়ার পর তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় স্কুলগুলি।
  • গোটা ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়ায়।
Advertisement