সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে ঢুকে এক সাংবাদিককে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনে। মৃতের নাম পঙ্কজ মিশ্র। তবে অভিযুক্তদের কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন বাড়িতেই ছিলেন পঙ্কজ। অভিযোগ, রাত ১০টা নাগাদ তাঁর বাড়িতে হঠাৎ একদল দুষ্কৃতী জোর করে প্রবেশ করার চেষ্টা করে। তখনই পঙ্কজের সঙ্গে তাদের বচাসা বাঁধে। ক্রমে সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় তাঁকে। বুকে এবং পেটে গুরুতর চোট পান যুবক। এরপরই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত আহত অবস্থায় পঙ্কজকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় তদন্ত। গোটা ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে অমিত সেহগল নামে স্থানীয় এক যুবকের নাম উঠে এসেছে।
অভিযোগ, অমিতের নেতৃত্বেই এদিন পঙ্কজের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। কিন্তু কী কারণে ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এর নেপথ্যে পুরনো কোনও শত্রুতা রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
