shono
Advertisement
Indian Railways

টিকিট নিশ্চিত কিনা জানা যাবে আগেই! যাত্রী সুবিধার্থে রিজার্ভেশন চার্টে বড় বদল আনল রেল

কী জানাল রেল?
Published By: Subhodeep MullickPosted: 06:04 PM Dec 17, 2025Updated: 07:21 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রীদের জন্য সুখবর। র্রিজার্ভেশন চার্ট তৈরিতে বড়সড় বদল আনল রেল। এবার ট্রেন ছাড়ার অন্তত ১০ ঘণ্টা আগেই যাত্রীরা জানতে পারবেন, তাঁদের টিকিট নিশ্চিত কিনা। মঙ্গলবার এই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করেছে রেল।

Advertisement

এতদিন পর্যন্ত ট্রেন ছাড়ার মাত্র চার ঘণ্টা আগে র্রিজার্ভেশন চার্ট প্রকাশ করা হত। শেষ মুহূর্তে এসে যাত্রীরা তাঁদের টিকিট সম্পর্কে অবগত হতে পারতেন। অর্থাৎ যাঁদের টিকিট আরএসি বা ওয়েটিং লিস্টে থাকত, মাত্র চার ঘণ্টা আগে তাঁরা সেটি জানতে পারতেন। ফলে সমস্যায় পড়তেন। সময় এবং অর্থ দুটোই নষ্ট হত। বিষয়টি নিয়ে যাত্রীরা রেলের কাছে একাধিকবার অভিযোগও জানিয়েছেন। তারপরই র্রিজার্ভেশন চার্ট প্রকাশের সময়ে বড়সড় আনল রেল।

রেলের তরফে জানানো হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ২টোর মধ্যে যে ট্রেনগুলি ছাড়বে, সেগুলির র্রিজার্ভেশন চার্ট আগের দিন সন্ধ্যে ৮টার মধ্যে প্রকাশ করা হবে। অন্যদিকে, দুপুর ২টো ১মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে যে ট্রেনগুলি ছাড়বে, সেগুলির র্রিজার্ভেশন চার্টও প্রকাশ করা হবে অন্তত ১০ ঘণ্টা আগে। রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যে ট্রেনগুলি ছাড়বে, সেগুলির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। মনে করা হচ্ছে, নতুন এই নিয়মের পর যাত্রীরা তাঁদের ভ্রমণ পরিকল্পনা আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যাত্রীদের জন্য সুখবর।
  • র্রিজার্ভেশন চার্ট তৈরিতে বড়সড় বদল আনল রেল।
  • এবার ট্রেন ছাড়ার অন্তত ১০ ঘণ্টা আগেই যাত্রীরা জানতে পারবেন, তাঁদের টিকিট নিশ্চিত কিনা।
Advertisement