shono
Advertisement

Breaking News

সাংসদের মৃত্যুতে কি একদিন পিছতে পারে বাজেট?

এবারের বাজেটে ডিজিটাল লেনদেনে ক্রেতা ও বিক্রেতাদের উৎসাহ দিতে চাইবেন অর্থমন্ত্রী৷ The post সাংসদের মৃত্যুতে কি একদিন পিছতে পারে বাজেট? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 AM Feb 01, 2017Updated: 03:34 AM Feb 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েক ঘণ্টা পরেই বাজেট পেশ করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির৷ স্বাধীনতার পর এই প্রথম অর্থবাজেট ও রেলবাজেট একসঙ্গে পেশ হতে চলেছে৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যাকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন৷ তবে কংগ্রেস সাংসদ ই আহমেদের মৃত্যুর জেরে বাজেট একদিন পিছতে পারে বলেই মনে করছেন অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার৷

Advertisement

মঙ্গলবার বাজেট অধিবেশনের শুরুতেই অসুস্থ হয়ে পড়েন  কংগ্রেস সাংসদ ই আহমেদ৷ হৃদরোগে আক্রান্ত হন তিনি৷  তাঁর মৃত্যুর ফলেই একদিন বাজেট পিছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী৷ বুধবার সন্তোষ গাঙ্গওয়ার জানান, সাধারণত সাংসদের মৃত্যুতে সংসদ বন্ধ থাকে৷ সেক্ষেত্রে বাজেট নির্ধারিত দিনে পেশ না হয়ে, একদিন পিছতে পারে৷ তবে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার সুমিত্রা মহাজনই৷

এবারেরে বাজেটে অবশ্য সকলের নজর করছাড়ের দিকেই৷ বিশেষজ্ঞদের ধারণা, একাধিক ক্ষেত্রে কর ছাড়ের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ বিশেষত নোট বাতিলের জেরে নগদের অভাবে কেনাকাটায় কিছু ভাটা পড়েছিল৷  সেই ক্ষত মেটানোর জন্য পদক্ষেপ করতে পারেন জেটলি৷ এবারের বাজেটে ডিজিটাল লেনদেনে ক্রেতা ও বিক্রেতাদের উৎসাহ দিতে চাইবেন অর্থমন্ত্রী৷

সেই সঙ্গে ব্যক্তিগত করের উপরও ছাড়ের পরিমাণ বাড়তে পারে৷ বর্তমানে বার্ষিক আয় আড়াই লক্ষ পর্যন্ত হলে কর দিতে হয় না৷ আশা করা যাচ্ছে সেই সীমা বাড়িয়ে তিন লক্ষ টাকা করা হতে পারে৷

আয়কর আইনের ৮০সি ধারায় কিছু ক্ষেত্রে আয়কর ছাড় পাওয়া যায়৷ এই করছাড়ের সীমা দেড় লক্ষ টাকা৷ সেই ছাড় দু’লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে আশা করা হচ্ছে৷

গৃহঋণে এখন সুদ ছাড়া মূল অংশ শোধ করলে দু’লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যায়৷ সেই সীমা কিছুটা বাড়ানো হতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর ছাড় আছে৷  আবার আশি বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে সেই সীমা পাঁচ লক্ষ টাকা৷  এবারের বাজেটে প্রতি ক্ষেত্রেই বাড়তে পারে উর্ধ্বসীমা৷  অন্তত এক লক্ষ টাকা করে সীমা বাড়ানোর সম্ভাবনা আছে বলেই মনে করা হচ্ছে৷

The post সাংসদের মৃত্যুতে কি একদিন পিছতে পারে বাজেট? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement