shono
Advertisement

Breaking News

মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৩০

চলছে উদ্ধারকাজ৷ The post মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৩০ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:11 PM Jul 28, 2018Updated: 04:41 PM Jul 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস৷ মহারাষ্ট্রের কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সদস্যরাই ছিলেন ওই বাসে৷ ঘটনায় এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ চলছে উদ্ধারকাজ৷

Advertisement

[অমিত শাহকে কালো পতাকা দেখানোর ‘শাস্তি’, ছাত্রীকে বেধড়ক পেটাল পুলিশ]

রাইগড় জেলার আম্বেনালি ঘাটের কাছে মুম্বই-গোয়া হাইওয়ের ঘটনা৷ বাসে মোট ৩৪ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে৷ পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই বাসের চাকা পিছলে যায়৷ এবং তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট নিচের খাদে পড়ে যায় বাসটি৷ ৩৩ জনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে৷ রায়গড় পুলিশ আধিকারিক পিডি পাটিল জানান, ডক্টর বালাসাহেব সাওয়ন্ত কঙ্গার কৃষি বিদ্যাপিঠের ছাত্র-ছাত্রী ও কর্মীরা চড়ুইভাতি করতে মহাবালেশ্বরের উদ্দেশে রওনা হয়েছিলেন৷ কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই সব শেষ৷ একজন যাত্রী আহত অবস্থায় কোনওরকমে খাদ থেকে উপরে উঠে আসেন৷ সেই অবস্থাতেই পুলিশকে খবর দেন তিনি৷ তারপরই ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় উদ্ধারকাজ৷ পুণের জাতীয় বিপর্যয় মোকাবিলার একটি দলও উদ্ধারকাজে শামিল হয়েছে৷ গত কয়েকদিন ধরেই এই এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে৷ যার ফলে রাস্তা ছিল ভিজে৷ আর এমন অবস্থাতেই বাসের চাকা স্কিড করে যায়৷

এদিকে মহারাষ্ট্রের মন্ত্রী বিনোদ তাওড়ে টুইট করে দুর্ঘটনার কথা জানান এবং দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দেন৷ পুলিশ জানাচ্ছে, জোরকদমে চলছে উদ্ধারকাজ৷ এখনও পর্যন্ত সবকটি দেহ উদ্ধার করা যায়নি৷ কংগ্রস সভাপতি রাহুল গান্ধীও টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন৷ সেই সঙ্গে স্থানীয় কর্মী সবরকম সাহায্যের জন্যও এগিয়ে আসতে বলেন৷ 

  • [ফের উপত্যকায় অপহৃত পুলিশ আধিকারিক, নিখোঁজের সন্ধানে জারি তল্লাশি]

The post মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৩০ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার