সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়িতে থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। দুই বাসের সংঘর্ষে মৃত্যু হল ১২ জনের। তার মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। গুরুতর জখম হয়েছেন আরও ৭ জন। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতদের জন্য ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। আহতদের চিকিৎসার জন্যও বিশেষ তহবিল বরাদ্দ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত রবিবার। বেরহামপুরের কাছাকাছি একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন বাসবোঝাই আত্মীয়রা। গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার সময়েই দুর্ঘটনাটি ঘটে। বেরহামপুর-তপ্তপানি রোডের উপরেই অন্য একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে বিয়েবাড়ির বাসটির।
[আরও পড়ুন: প্রীতম কোটাল কি মোহনবাগানেই? দলবদলের মাঝে প্রশ্ন সবুজ-মেরুন ভক্তদের]
ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের সাত সদস্য, এমনটাই খবর পুলিশ সূত্রে। এছাড়াও বাসের সংঘর্ষে আহত হয়েছেন আরও সাত জন। ইতিমধ্যেই তাঁদের বেশ কয়েকটি হাসপাতালে ভরতি করা হয়েছে। অবস্থা সংকটজনক হওয়ায় দু’জনকে কটকের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান।
মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরেই টুইটে দুঃখপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মৃতদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। তারপরেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করা হয়, মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সঙ্গে জানা গিয়েছে, আহতদের প্রত্যেকের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ করেছে স্পেশ্যাল রিলিফ কমিশন।