সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছে ক্যাফে কফি ডে’র (সিসিডি-র) মালিক ভি জি সিদ্ধার্থের দেহ৷ আজ বুধবার ভোর সাড়ে চারটের সময় ম্যাঙ্গালুরুর হইগে বাজারের কাছে নেত্রাবতী নদী থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ৷ প্রতিষ্ঠাতার মৃত্যুর শোকে এদিন গোটা দেশের সমস্ত সিসিডি আউটলেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
এদিন এক মৎস্যজীবী তাঁর দেহটি নদীতে ভেসে উঠতে দেখেন৷ তিনিই খবর দেন পুলিশকে৷ এরপরই উদ্ধার হয় কর্ণাটকের প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী তথা অধুনা বিজেপি নেতা এস এম কৃষ্ণার জামাইয়ের নিথর দেহটি। যদিও মৃত্যুর কারণ নিয়ে এখনও বজায় রয়েছে ধোঁয়াশা৷ ভি জি সিদ্ধার্থ নিখোঁজ হওয়ার পর থেকেই স্টক মার্কেটেও ধাক্কা খেয়েছে এই সংস্থা৷ গত দু’দিনে শেয়ারের দাম পড়েছে ৩৭ শতাংশ৷ রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে এক হাজার ৬০০ টি সিসিডি আউটলেট রয়েছে৷ ভেন্ডিং মেশিনের সংখ্যা ৫৪ হাজার৷ এছাড়াও পাঁচশোরও বেশি এক্সপ্রেস স্টোর আছে৷ বুধবার তাঁর মৃত্যুতে সমস্ত আউটলেটই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে৷
[আরও পড়ুন: ছত্তিশগড়ে সিআরপিএফ ক্যাম্পের কাছে আইইডি বিস্ফোরণ, শহিদ জওয়ান]
গত সোমবার রাতে বেঙ্গালুরু থেকে ম্যাঙ্গালুরুর দিকে রওনা দিয়েছিলেন সিদ্ধার্থ। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে নেমে যান তিনি। পুলিশের অনুমান, এরপরই উলাল সেতু থেকে নেত্রাবতী নদীতে ঝাঁপ দেন। সোমবার রাত থেকেই শুরু হয় উদ্ধারকার্য৷ উদ্ধার হয় একটি রহস্যময় চিঠি। যেখানে সিসিডি মালিককে চরম হতাশা ব্যক্ত করতে দেখা গিয়েছে৷ সেই অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি বলে প্রাথমিক ধারণা পুলিশের৷ ১৯৯৬ সালে সিসিডি প্রতিষ্ঠা করেছিলেন ভি জি সিদ্ধার্থ৷ তারপর যতদিন গড়িয়েছে, ততই জনপ্রিয় হয়ে উঠেছে এই ফ্যাফে চেন৷ স্ত্রী মালবিকা এবং দুই সন্তানকে রেখে গেলেন তিনি৷ তাঁর প্রয়াণে সংস্থার কর্মীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া৷ পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম দুশ্চিন্তা৷