shono
Advertisement
CBI Raids

বুধবার গুজরাটে দলের দায়িত্বে, বৃহস্পতিবার CBI অভিযান আপ নেতার বাড়িতে

নোংরা রাজনীতি করছে বিজেপি, বলল আপ নেতৃত্ব।
Published By: Kishore GhoshPosted: 01:42 PM Apr 17, 2025Updated: 01:49 PM Apr 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপ নেতার বাড়িতে সিবিআই 'জুজু'। বুধবারই আগামী গুজরাট বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের তরফে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আপ নেতা দুর্গেশ পাঠককে। পরদিন, অর্থাৎ বৃহস্পতিবার সকালে বিদেশি অনুদান মামলায় দুর্গেশের বাড়িতে অভিযান চালাল সিবিআই। আপ নেতৃত্বের দাবি, দুই ঘটনা সম্পর্কিত। আপকে দুর্বল করতে সিবিআই 'জুজু' দেখিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি।

Advertisement

বুধবার বিদেশি অনুদান মামলায় আপ নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। সেখানে উল্লেখ করা হয়, ৫৫টি পাসপোর্ট ব্যবহার করে ১৫৫ জন ৪০ বার আপকে অনুদান দিয়েছে। যার পরিমাণ ১ কোটি ২ লক্ষ টাকা। অভিযোগ, একাধিক ব্যক্তি একই পাসপোর্ট ব্যবহার করে অনুদান দিয়েছে। এই মামলার এফআইআরেই নাম রয়েছে দুর্গেশের। অন্যদিকে আপের দাবি, সব মিলিয়ে ২০১ জন সমর্থক ২ কোটি ৬৫ লক্ষ টাকা দান করেছেন দলকে। ৫১টি ইমেল আইডি মারফত ব্যবহার করা হয়েছে। গোটা প্রক্রিয়াটি স্বচ্ছ।

আপের তরফে আরও বলা হয়েছে, গুজরাটে আপের উত্থানে ভয় পেয়েছে বিজেপি। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অতীশী টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, বুধবারই দুর্গেশ পাঠককে আপের গুজরাটের সহকারি দলনেতা করা হয়েছিল। এরপরই বিজেপির তৎপরতা দেখা যাচ্ছে। আপ নেতার বাড়িতে সিবিআই পাঠানো বিজেপির চূড়ান্ত হতাশার প্রকাশ। যদিও আমরা ভয় পাচ্ছি না। উল্লেখ্য, ২০২৭ সালে গুজরাটে পরবর্তী বিধানসভা নির্বাচন। এর আগে ২০২২ সালে মোদির রাজ্যে ছয়টি আসনে জয় পেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার বিদেশি অনুদান মামলায় আপ নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই।
  • আপের তরফে আরও বলা হয়েছে, গুজরাটে আপের উত্থানে ভয় পেয়েছে বিজেপি।
Advertisement