সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্বঘোষণা অনুযায়ী মেধাতালিকা ছাড়াই প্রকাশিত হল এ বছরের সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণির ফলাফল। পাশের হার ৮৭ শতাংশ। শুক্রবার ফলপ্রকাশের পর ধাপে ধাপে তথ্য দেওয়া হয়েছে বোর্ডের তরফে। এবছর সিবিএসই বোর্ডে দ্বাদশ শ্রেণিতে ১৬ লক্ষ পড়ুয়া পরীক্ষা দিয়েছিল। পাশ করেছে ৮৭ শতাংশ, যা গত বছরের তুলনায় কম। দেখা গিয়েছে, ৯৫ শতাংশের বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২২ হাজার। ১.১২ লক্ষ পডুয়ার স্কোর ৯০ শতাংশের বেশি। বোর্ডের তথ্য অনুযায়ী, ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভাল। ছাত্রদের তুলনায় ৬ শতাংশ পাশের হার বেশি ছাত্রীদের। ফলাফল দেখা যাবে cbseresults.nic.in – এই ওয়েবসাইটে।
এবছর মেধাতালিকা (Merit list) প্রকাশ না করার কারণ হিসেবে বোর্ডের এক বর্ষীয়ান সদস্য জানিয়েছেন, মেধাতালিকা পড়ুয়াদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতার জন্ম দেয়, তা কাম্য নয়। তবে বিভিন্ন বিষয়ে যারা সর্বোচ্চ নম্বর পাবে, তাদের বিশেষ সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
[আরও পড়ুন: ঘুষ দিয়ে চাকরির প্রমাণ দেখান, প্রাথমিক মামলায় বিকাশকে বলল সুপ্রিম কোর্ট, প্রশ্নের মুখে পর্ষদও]
ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, দেশের মধ্যে সবচেয়ে ভাল ফল হয়েছে তিরুঅনন্তপুরমে। সেখানে পাশের হার ৯৯.৯১ শতাংশ। আর সবচেয়ে খারাপ প্রয়াগরাজে। পাশের হার ৭৮.০৫ শতাংশ। ১.২৫ লক্ষ পড়ুয়া কম্পার্টমেন্টাল পেয়েছে। পশ্চিমবঙ্গের ফলাফল সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য মেলেনি। তবে বোর্ড সূত্রে খবর, কোভিড কাল কাটিয়ে যতটা ভাল ফল হওয়ার কথা ছিল, ততটা হয়নি।