সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক জল্পনার পর সিবিএসই–র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হল। রবিবার বেলা ১০টা ২০ নাগাদ এই ফলাফল প্রকাশিত হয়।
গত মার্চে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। যদিও ফল ঘোষণার দিন নিয়ে নানা জল্পনা ঘোরাঘুরি করছিল। প্রায় ১১ লক্ষ পড়ুয়ার ভাগ্য নির্ধারণ হচ্ছে এই ফলাফলে। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল গতবছরের তুলনায় প্রায় ২.৮২ শতাংশ বেশি।
এবছর ৯৯.৬% শতাংশ পেয়ে প্রথম হয়েছে অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া রক্ষা গোপাল। দ্বিতীয় স্থানে আছে ভূমি সাওয়ান্ত (৯৯.৪%)
কীভাবে জানা যাবে ফলাফল?
Cbseresults.nic.in – এই ওয়েবসাইটে লগ ইন করে পৌঁছাতে হবে ফলাফল সেকশনে। সেখানে রোল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় ডিটেইলস দিলেই মিলবে ফলাফল। পড়ুয়ারা তা ডাউনলোড করে রেখে দিতে পারে। যদিও মার্কশিটে উল্লেখিত নম্বরইই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তা সংগ্রহ করা যায় ভাল।
গোড়ার দিকে এই পরীক্ষা নিয়ে কিছু আইনি জটিলতাও দেখা দিয়েছিল। মার্ক মডারেশন পদ্ধতি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও পরে আদালত জানায় শেষ মুহূর্তে একম কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। তবে চলতি বছরে তা বাস্তবায়িত করা হবে বলেই জানা যাচ্ছে।
The post সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট? appeared first on Sangbad Pratidin.
